বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
ওমর,সিনিয়র বিভাগীয় ব্যুরো চীফ সিলেট: তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে ২৪শে মার্চ ২০২৫ইং তারিখে আনুমানিক ৮:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০৮/১-এস হইতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট -৭,৭৭০ পিস আটক করে। আটককৃত মাদক দ্রব্যের সিজার মূল্য প্রায় ২৩,৩১,০০০/- (তেইশ লক্ষ একত্রিশ হাজার) টাকা। আটককৃত মাদক দ্রব্য সমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস কে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।