শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২১ অপরাহ্ন

সর্বশেষ :
রুট পারমিটও ফিটনেসবিহীন বাস ডাম্পিং য়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি, জেলা প্রশাসক সালমান এফ রহমানের রাজনীতির শিকার নবাবগঞ্জের হতদরিদ্র ৩৪০ পরিবার ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে মঞ্জু টেক্সটাইল মিলের ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু চন্দ্রা তিতাস গ্যাস নিয়ে সার্ভিস টিমের সদস্যদের মাঝে দুর্নীতি জেকে বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সাধারণত ঈদের আগে সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসাছাত্র খুন, ছুরিসহ যুবক আটক ১

সাহাবঊদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় জিহাদ (১৭) নামের এক মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান (১৮) নামের এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মৃতের পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে জিহাদকে খুন করেছেন আরমান।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার দরগাহ বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জিহাদ (১৭) পটুয়াখালী জেলা সদরের আউলিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে ও তার পরিবার পশ্চিম লামাপাড়া এলাকার বাল্লক মিয়ার বাড়ির ভাড়াটে। এছাড়া আটককৃত আরমান (১৮) ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার আক্তার শেখ ও আলো বেগমের ছেলে।

নিহতের ভাবি সোনিয়া বেগম জানান, জাহিদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়েন। তুচ্ছ ঘটনায় একই এলাকার বখাটে আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করে। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। পরে আহত জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ছুরিসহ আরমান নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com