Dhaka 1:58 am, Monday, 24 November 2025

সু-ফল ভূগীদের প্লট ফরেস্ট গার্ডদের সহযোগিতায় ক্রয় বিক্রয় চলছে

  • Reporter Name
  • Update Time : 10:35:23 am, Tuesday, 18 March 2025
  • 104 Time View

বিপ্লব হোসেন ফারুক,গাজীপুর: গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট রেঞ্জের অধীন মৌচাক বিটের আওতায় মৌচাক মৌচায় টাওয়ার মার্কেট এলাকায় প্লট মালিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহাবুদ্দিন, যিনি বিগত দিনে তার নামে চুক্তি মোতাবেক ফরেস্ট বাগানের বরাদ্দকৃত ভুমি ভুগোদখলে থাকিয়া বাগান করার কথা থাকলেও বিগত দিনের বিট কর্মকর্তাদের সহযোগিতায় বাগানের ফাঁকা জায়গায় দখল পজিশন বিক্রয় করে অনৈতিক ভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আর যে সমস্ত প্লট বিক্রয় করে পজিশান বুঝিয়ে দিয়ে রেখেছেন সে সমস্ত জায়গায় ফরেস্ট গারদের সাথে অনৈতিক লেনদেনের মাধ্যমে নতুন করে বহু বাড়িঘর নির্মাণ চলমান রয়েছে।

চলমান নির্মাণাধীন বাড়ির মধ্যে রয়েছে আকাশ মিয়া পিতা মৃত মতি মিয়া, যিনি ইতিমধ্যে আলিশান পাকা বাড়ি নির্মাণ করে কলম করে গেট নির্মাণ করেছেন।শাহাবুদ্দিন ডিলারে তত্ত্বধানে ও ফরেস্ট গার্ড সালাউদ্দিনের মাঝে ৭০ হাজার টাকার গোপন লেনদেন বাগানের ভিতর ইমতিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তি ৬ রুমের ফ্লোর পাকা টিনশেডের বাড়ি নির্মাণ করিয়াছেন। পাশেই রয়েছে প্লট মালিক ডালু সরকারের বাগান যেখানে বিগত দিনে বাগান খাট বিক্রি করে নতুন বাগান সৃজন করার কথা থাকলেও এখানে রাস্তার পাশে বনের বহুমূল্যবান জায়গায় গড়ে তোলা হয়েছে বিশাল মার্কেট, ফাকা জায়গায় বাগান করার কথা থাকলেও ট্রাক বাস স্টেশন এখানকার প্রতিদিনের ইজারা কৃত টাকা পয়সা প্লট মালিক ডালু সরকার ও ফরেস্টের কর্মকর্তা কর্মচারীদের মাঝে বাঘ বন্টন হয় এইভাবে আইস মার্কেটে প্রায় ৪৫এ কর বনভূমি সম্পূর্ণ রূপে বে-দখল হওয়ার উপক্রম হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বন বিভাগের ঊর্ধ্বতন মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন পরিবেশবাদীগণ। [উল্লেখিত বন ভূমির দখলদারিত্ব নিয়ে চলবে ধারাবাহিক প্রতিবেদন ]

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

সু-ফল ভূগীদের প্লট ফরেস্ট গার্ডদের সহযোগিতায় ক্রয় বিক্রয় চলছে

Update Time : 10:35:23 am, Tuesday, 18 March 2025

বিপ্লব হোসেন ফারুক,গাজীপুর: গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট রেঞ্জের অধীন মৌচাক বিটের আওতায় মৌচাক মৌচায় টাওয়ার মার্কেট এলাকায় প্লট মালিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহাবুদ্দিন, যিনি বিগত দিনে তার নামে চুক্তি মোতাবেক ফরেস্ট বাগানের বরাদ্দকৃত ভুমি ভুগোদখলে থাকিয়া বাগান করার কথা থাকলেও বিগত দিনের বিট কর্মকর্তাদের সহযোগিতায় বাগানের ফাঁকা জায়গায় দখল পজিশন বিক্রয় করে অনৈতিক ভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আর যে সমস্ত প্লট বিক্রয় করে পজিশান বুঝিয়ে দিয়ে রেখেছেন সে সমস্ত জায়গায় ফরেস্ট গারদের সাথে অনৈতিক লেনদেনের মাধ্যমে নতুন করে বহু বাড়িঘর নির্মাণ চলমান রয়েছে।

চলমান নির্মাণাধীন বাড়ির মধ্যে রয়েছে আকাশ মিয়া পিতা মৃত মতি মিয়া, যিনি ইতিমধ্যে আলিশান পাকা বাড়ি নির্মাণ করে কলম করে গেট নির্মাণ করেছেন।শাহাবুদ্দিন ডিলারে তত্ত্বধানে ও ফরেস্ট গার্ড সালাউদ্দিনের মাঝে ৭০ হাজার টাকার গোপন লেনদেন বাগানের ভিতর ইমতিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তি ৬ রুমের ফ্লোর পাকা টিনশেডের বাড়ি নির্মাণ করিয়াছেন। পাশেই রয়েছে প্লট মালিক ডালু সরকারের বাগান যেখানে বিগত দিনে বাগান খাট বিক্রি করে নতুন বাগান সৃজন করার কথা থাকলেও এখানে রাস্তার পাশে বনের বহুমূল্যবান জায়গায় গড়ে তোলা হয়েছে বিশাল মার্কেট, ফাকা জায়গায় বাগান করার কথা থাকলেও ট্রাক বাস স্টেশন এখানকার প্রতিদিনের ইজারা কৃত টাকা পয়সা প্লট মালিক ডালু সরকার ও ফরেস্টের কর্মকর্তা কর্মচারীদের মাঝে বাঘ বন্টন হয় এইভাবে আইস মার্কেটে প্রায় ৪৫এ কর বনভূমি সম্পূর্ণ রূপে বে-দখল হওয়ার উপক্রম হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বন বিভাগের ঊর্ধ্বতন মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন পরিবেশবাদীগণ। [উল্লেখিত বন ভূমির দখলদারিত্ব নিয়ে চলবে ধারাবাহিক প্রতিবেদন ]