বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে জমে উঠেছে ঈদের বেচা কেনা

শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, সিলেটের ওসমানীনগরের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে জমে উঠেছে কেনাকাটা। ঈদকে সামনে রেখে বিপণিবিতান, ফুটপাতের দোকান ও উপজেলার বিভিন্ন হাটবাজারের গল্লিতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বিগত কয়েক দিনের তুলনায় গোয়ালাবাজারে, তাজপুর, দয়ামীর, কলারাই বাজার, বুরুঙ্গা বাজার ও উমরপুর বাজার সহ বিভিন্ন বাজারে বেচাকেনার পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বিশেষ করে কাপড়, জুতা, কসমেটিকস, গৃহস্থালি সামগ্রী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবার বিক্রি ভালো হওয়ায় তারা সন্তুষ্ট।

একাদিক ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে নতুন পোশাক, জুতা ও উপহার সামগ্রী কিনতে পরিবারের সবাই মিলে মার্কেটে আসছেন। তবে অনেকে আবার চাল সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছুটা হতাশাও প্রকাশ করেছেন। তারা আশা করছেন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নেবে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবক দল বিভিন্ন মার্কেট ও বাজার এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

ব্যবসায়ী ও স্থানীয়রা আশা করছেন, শেষ মুহূর্তে বেচাকেনা আরও বাড়বে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com