মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ :
মাদক সম্রাট মাদকসহ গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০০শয্যা হাসপাতালে যৌথ অভিযানে ১৫ দালাল আটক মহাষ্টমীর দিনে গাইবান্ধায় কুমারী পূজা ভোলা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ত্যাগী নেতা – সহিদ উল্যাহ তালুকদার মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নারায়ণগঞ্জের ফতুল্লায় লুট হওয়া সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার  কক্সবাজারের ঈদগাঁও সড়কে আবারও ডাকাতি, ২ যুবককে অপহরণ কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন নারায়ণগঞ্জ চাষাঢ়া ও ফতুল্লা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী

নারায়ণগঞ্জে বেতন বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ১৪ই মার্চ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ২০ রমজানের ভিতরে বেতন বোনাসসহ শ্রমিকদের সকল বকেয়া পাওনাদে পরিষদ এবং শ্রমিকদের নামে মিথ্যা হয়রানী মূলক মামলা প্রত্যাহার ও অবজা সিন্ডিকেট কারীদের গ্রেফতারের দাবিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপ্রধান অঞ্জন দাস, প্রচার সম্পাদক দেলোয়ার,অন্যতম প্রধান সদস্য মোঃ মোবাশ্বির হোসাইন। অঞ্জন দাস তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠাম এখনও ঘোষণা করা হয়নি, আন্দোলনে শহীদ শ্রমিক পরিবার যথাযথ ক্ষতিপূরণ পায়নি এবং আহত শ্রমিকরা সুচিকিৎসা পায়নি।সরকারকে অবিলম্বে জুলাই অভ্যুত্থানে নিহতদের ক্ষতিপূর এবং আহতদের চিকিৎসা দেওয়ার দাবি জানান।

মোঃমোবাশ্বির হোসাইন বলেন,শ্রমিকদের অকান্ত পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। এছাড়া আরো বলেন জনগণ ভোটে সরকার নির্বাচিত হয় তাহলে সরকার কেন শ্রমিকদের ন্যায্যতা নিয়ে তাল বাহানা করে। জুলাই অভ্যুত্থানে ইন্টোরিয়াম সরকার গঠিত হয় সেই সরকার ও কেন শ্রমিকদের নিয়ে সাত মাস পার হলেও শ্রমিকদের ন্যায্যতা ফিরিয়ে দিতে কোন প্রকার পদক্ষেপ নিল না এর জবাবদিহি করতে হবে ইন্টেরিয়ম সরকারকে। শ্রমিকদের পরিশ্রমে দেশের অর্থনীতি যেহেতু পরিচালিত হয় সেহেতু শ্রমিকদের ন্যায্যতা প্রতিষ্ঠা করা অন্যতম প্রধান কাজ।

সভাপতি বক্তব্য আব্দুল্লাহ আল মামুন বলেন, অবিলম্বে ২০ রমজানের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পাওনা মার্চ মাসের পূর্ণ বেতন সম্পূর্ণ বোনাস প্রদান করিতে হবে। গার্মেন্ট মালিকরা যদি বোনাস বেতন নিয়ে কোন তালবাহানা করে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তুলা হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com