মাগুরার শিশুটির অবস্থার আরো অবনতি : প্রেসসচিব
- Update Time : 10:22:06 am, Wednesday, 12 March 2025
- / 160 Time View
অগ্নিশিখা প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুটির শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। চিকিৎসারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজ বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রেসসচিব এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা সবাই প্রার্থনা করি শিশুটি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।
এর আগে, আজ সকালে ভুক্তভোগী শিশুর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে বলেন, শিশুটির অবস্থা আরও জটিল হয়েছে। আজ বুধবার সকাল আটটার দিকে একবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। কিন্তু দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তার হৃৎস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার আবারও তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে।
তিনি আরও বলেন, শিশুটির গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) এখন ৩। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস। মানুষের স্বাভাবিক মাত্রা হলো ১৫। জিসিএস ৩ অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়।



















