বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ :
   নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ নারাায়ণগঞ্জের রূপগঞ্জে বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাহাব উদ্দীন বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার মামলার আসামি ও তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. অনিক (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বর্ন্ধবপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. অনিক ওই এলাকার শুকুমুদ্দিন মিয়ার ছেলে ও তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।

মঙ্গলবার (৪ মার্চ) র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত জুলাই-আগষ্টে “বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে” রূপগঞ্জ থানা এলাকায় শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর গ্রেফতারকৃত আসামি অনিক ও তার সহযোগীরা মারাত্মক অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ঝাপিয়ে পড়ে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা শান্তিপূর্ণ ভাবে চলামান আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করে ছাত্র জনতাকে গুরুতর জখম, ক্ষতি সাধনসহ বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

র‌্যাব আরও জানায়, এই নাশকতা মামলার পলাকত আসামি মো. অনিক (২২)কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) রাতে রূপগঞ্জ থানাধীন বর্ন্ধবপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনিক মামলার এজাহারনামীয় আসামি ও তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com