নারায়ণগঞ্জের কাঁচপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে অজ্ঞাত ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে এই মরদেহ উদ্ধার করাহয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ তিনি জানান, ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিড়িতে মরদেহটি দেখে পথচারীরা কাঁচপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
৪
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে অজ্ঞাত ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে এই মরদেহ উদ্ধার করাহয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ তিনি জানান, ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিড়িতে মরদেহটি দেখে পথচারীরা কাঁচপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।