Dhaka 12:20 am, Monday, 24 November 2025

ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুরে পূর্ব বিরোধে ভাইয়ের জায়গা ভাইয়ে দখলের পায়তারা

  • Reporter Name
  • Update Time : 05:45:56 am, Tuesday, 4 March 2025
  • 99 Time View

ওমর, সিনিয়র বিভাগীয় ব্যুরো চীফ সিলেট: জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহবাজপুর ২ নং গেইট ছন্দু মিয়া এলাকা ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ইং, রোজ: সোমবার, অনুমান সকাল ১০.০০ ঘটিকা সময়ে ঘটনা।

সূত্রে জানা যায়,হাজী নিয়ামত খাঁ, পিতাঃ মৃত কাছন খাঁ,সাং-শাহবাজপুর (ছন্দু মিয়ার পাড়া),ডাকঘর ও ইউপি:-শাহবাজপুর,থানা সরাইল, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

হাজী নিয়ামত খাঁ’র আপন ভাই মজির খাঁ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তফছিলোক্ত ভূমির মালিকও স্বত্ববান থাকাবস্থায় উক্ত ভূমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়া তাহারা পক্ষদ্বয়ের সহিত প্রতিবেশি লোকজনের বিগত কয়েক বৎসর পূর্বে মামলা মোকাদ্দমা হয়। উক্ত মামলা মোকাদ্দমার বিষয় সহ নিয়ামত খাঁ ও মজির খাঁ মধ্যে মালিকানা সংক্রান্ত বিষয় নিয়া বিগত ৩রা জানুয়ারি ২০০৩ইং সনে স্থানীয়ভাবে একখানা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং উক্ত সালিশ বৈঠকে নিয়ামত খাঁ সালিশ সভার সিদ্ধান্ত মোতাবেক মজির খাঁ মামলা মোকাদ্দমার খরচ ও ব্যয় ভার নির্বাহ করিতে পারিবে না বিধায়,মজির খাঁ কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদান করে নিয়ামত খাঁ । নিয়ামত খাঁ’র ভাই মজির খাঁ তফছিলোক্ত ভূমিতে আর কোন প্রকার মালিকানা দাবী করিবেনা বলিয়া একখানা নিদাবী নামা প্রদান করে।

ইদানিং মজির খাঁ লোভের বশবর্তী হইয়া নিয়ামত খাঁ’র একক মালিকানাধীন নিম্ন তফছিলোক্ত ভূমি জোরপূর্বক দখল করার জন্য মজির খাঁ,মোশারফ খাঁ,মোমেনা বেগম,ইকবাল মিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জন নিয়ে গভীর ষড়যন্ত্র করিয়া আসিতেছে। তাহাদের এহেন ষড়যন্ত্র ধারাবাহিকতায় নাম উল্লেখিত ব্যক্তিগণ নিয়ামত খাঁ’র মালিকানাধীন তফছিলোক্ত ভূমি জোরপূর্বক দখল করতে আসিলে স্থানীয় ভাবে একাধিক বার তাহাদের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও, নাম উল্লেখিত মজির খাঁ গং স্থানীয় সালিশ বৈঠকের সকল সিদ্ধান্ত অমান্য করিয়া তাহারা জোর পূর্বক দখল করার কার্যক্রম অব্যাহত রাখে।

মজির খাঁ গং দের এহেন অপকর্মের ধারাবাহিকতায় বিগত ১০ই ফেব্রুয়ারি ২০২৫ইং, রোজ: সোমবার, সময় অনুমান সকাল ১০.০০ ঘটিকায় মজির খাঁ গং রা সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাতনামা কতেক সন্ত্রাসী লোকজন নিয়া নিয়ামত খাঁ’র মালিকানাধীন তফছিলোক ভূমি জোরপূর্বক দখল করার জন্য আসিলে নিয়ামত খাঁ সহ কতেক উপস্থিত লোকজনের বাধার মুখে মজির খাঁ গং তাৎক্ষনিক পিছু হইতে বাধ্য হয়।

নিয়ামত খাঁ আশংকা করছে যে, উল্লেখিত মজির খাঁ গং সহ আরো লোকজন এনে পুনরায় নিয়ামত খাঁ এর মালিকানাধীন তফছিলোক্ত ভূমি জোরপূর্বক দখল করতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার মারাত্বক আশংকা বিদ্যমান। এই অবস্হায় নিয়ামত খাঁ গং জান মালের নিরাপত্তা সহ সঠিক বিষয়ে মজির খাঁ গং বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে, উভয় পক্ষদ্বয়ের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘঠার আশঙ্কা ।

তফছিলো ও চৌহদ্দী: জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা: সরাইল, মৌজা: শাহবাজপুর, খতিয়ান নং- ২৯৫৩ দাগ নং সাবেক সেঃ মেঃ ৪৩৭৩, ৪৩৭৪, ৪৩৭৫, দাগে হালে ২৭০৩, ২৭০৪, ২৭০৫ দাগের সর্বমোট ৪৩ শতক নাল ভূমি ও আরও পৈত্রিক সম্পত্তি যাহার দাগ নং- ৫৪৮১ দাগের ০২ শতক বাড়ি ভূমি।

এ মর্মে সরাইল থানায় মজির খাঁ,মোশারফ খাঁ,মোমেনা বেগম,ইকবাল মিয়া এই ৪ জনের নাম উল্লেখ সহ ২/৩ জন গং বিরুদ্ধে অভিযোগ করেন নেয়ামত খাঁ।

এ বিষয়ে মজির খা ছেলের বউ মোমেনা বেগম মিডিয়া প্রতিনিধি কে বলেন,আমার স্বামী বিদেশ,এই জায়গা আমার শ্বশুরের বাপ দাদার নিজের জায়গা। ওয়ারিশ সূত্রে ও ক্রয় সূত্রের মালিক। আমরা ভোগ দখলে আছি। আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে ।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইন্চার্জ জনাব মো: রফিকুল হাসান মিডিয়া প্রতিনিধি কে বলেন,নিয়ামত খাঁ’র অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তাধীন আছে। সঠিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুরে পূর্ব বিরোধে ভাইয়ের জায়গা ভাইয়ে দখলের পায়তারা

Update Time : 05:45:56 am, Tuesday, 4 March 2025

ওমর, সিনিয়র বিভাগীয় ব্যুরো চীফ সিলেট: জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহবাজপুর ২ নং গেইট ছন্দু মিয়া এলাকা ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ইং, রোজ: সোমবার, অনুমান সকাল ১০.০০ ঘটিকা সময়ে ঘটনা।

সূত্রে জানা যায়,হাজী নিয়ামত খাঁ, পিতাঃ মৃত কাছন খাঁ,সাং-শাহবাজপুর (ছন্দু মিয়ার পাড়া),ডাকঘর ও ইউপি:-শাহবাজপুর,থানা সরাইল, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

হাজী নিয়ামত খাঁ’র আপন ভাই মজির খাঁ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তফছিলোক্ত ভূমির মালিকও স্বত্ববান থাকাবস্থায় উক্ত ভূমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়া তাহারা পক্ষদ্বয়ের সহিত প্রতিবেশি লোকজনের বিগত কয়েক বৎসর পূর্বে মামলা মোকাদ্দমা হয়। উক্ত মামলা মোকাদ্দমার বিষয় সহ নিয়ামত খাঁ ও মজির খাঁ মধ্যে মালিকানা সংক্রান্ত বিষয় নিয়া বিগত ৩রা জানুয়ারি ২০০৩ইং সনে স্থানীয়ভাবে একখানা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং উক্ত সালিশ বৈঠকে নিয়ামত খাঁ সালিশ সভার সিদ্ধান্ত মোতাবেক মজির খাঁ মামলা মোকাদ্দমার খরচ ও ব্যয় ভার নির্বাহ করিতে পারিবে না বিধায়,মজির খাঁ কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদান করে নিয়ামত খাঁ । নিয়ামত খাঁ’র ভাই মজির খাঁ তফছিলোক্ত ভূমিতে আর কোন প্রকার মালিকানা দাবী করিবেনা বলিয়া একখানা নিদাবী নামা প্রদান করে।

ইদানিং মজির খাঁ লোভের বশবর্তী হইয়া নিয়ামত খাঁ’র একক মালিকানাধীন নিম্ন তফছিলোক্ত ভূমি জোরপূর্বক দখল করার জন্য মজির খাঁ,মোশারফ খাঁ,মোমেনা বেগম,ইকবাল মিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জন নিয়ে গভীর ষড়যন্ত্র করিয়া আসিতেছে। তাহাদের এহেন ষড়যন্ত্র ধারাবাহিকতায় নাম উল্লেখিত ব্যক্তিগণ নিয়ামত খাঁ’র মালিকানাধীন তফছিলোক্ত ভূমি জোরপূর্বক দখল করতে আসিলে স্থানীয় ভাবে একাধিক বার তাহাদের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও, নাম উল্লেখিত মজির খাঁ গং স্থানীয় সালিশ বৈঠকের সকল সিদ্ধান্ত অমান্য করিয়া তাহারা জোর পূর্বক দখল করার কার্যক্রম অব্যাহত রাখে।

মজির খাঁ গং দের এহেন অপকর্মের ধারাবাহিকতায় বিগত ১০ই ফেব্রুয়ারি ২০২৫ইং, রোজ: সোমবার, সময় অনুমান সকাল ১০.০০ ঘটিকায় মজির খাঁ গং রা সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাতনামা কতেক সন্ত্রাসী লোকজন নিয়া নিয়ামত খাঁ’র মালিকানাধীন তফছিলোক ভূমি জোরপূর্বক দখল করার জন্য আসিলে নিয়ামত খাঁ সহ কতেক উপস্থিত লোকজনের বাধার মুখে মজির খাঁ গং তাৎক্ষনিক পিছু হইতে বাধ্য হয়।

নিয়ামত খাঁ আশংকা করছে যে, উল্লেখিত মজির খাঁ গং সহ আরো লোকজন এনে পুনরায় নিয়ামত খাঁ এর মালিকানাধীন তফছিলোক্ত ভূমি জোরপূর্বক দখল করতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার মারাত্বক আশংকা বিদ্যমান। এই অবস্হায় নিয়ামত খাঁ গং জান মালের নিরাপত্তা সহ সঠিক বিষয়ে মজির খাঁ গং বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে, উভয় পক্ষদ্বয়ের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘঠার আশঙ্কা ।

তফছিলো ও চৌহদ্দী: জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা: সরাইল, মৌজা: শাহবাজপুর, খতিয়ান নং- ২৯৫৩ দাগ নং সাবেক সেঃ মেঃ ৪৩৭৩, ৪৩৭৪, ৪৩৭৫, দাগে হালে ২৭০৩, ২৭০৪, ২৭০৫ দাগের সর্বমোট ৪৩ শতক নাল ভূমি ও আরও পৈত্রিক সম্পত্তি যাহার দাগ নং- ৫৪৮১ দাগের ০২ শতক বাড়ি ভূমি।

এ মর্মে সরাইল থানায় মজির খাঁ,মোশারফ খাঁ,মোমেনা বেগম,ইকবাল মিয়া এই ৪ জনের নাম উল্লেখ সহ ২/৩ জন গং বিরুদ্ধে অভিযোগ করেন নেয়ামত খাঁ।

এ বিষয়ে মজির খা ছেলের বউ মোমেনা বেগম মিডিয়া প্রতিনিধি কে বলেন,আমার স্বামী বিদেশ,এই জায়গা আমার শ্বশুরের বাপ দাদার নিজের জায়গা। ওয়ারিশ সূত্রে ও ক্রয় সূত্রের মালিক। আমরা ভোগ দখলে আছি। আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে ।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইন্চার্জ জনাব মো: রফিকুল হাসান মিডিয়া প্রতিনিধি কে বলেন,নিয়ামত খাঁ’র অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তাধীন আছে। সঠিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।