বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ :
মাদক সম্রাট মাদকসহ গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০০শয্যা হাসপাতালে যৌথ অভিযানে ১৫ দালাল আটক মহাষ্টমীর দিনে গাইবান্ধায় কুমারী পূজা ভোলা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ত্যাগী নেতা – সহিদ উল্যাহ তালুকদার মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নারায়ণগঞ্জের ফতুল্লায় লুট হওয়া সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার  কক্সবাজারের ঈদগাঁও সড়কে আবারও ডাকাতি, ২ যুবককে অপহরণ কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন নারায়ণগঞ্জ চাষাঢ়া ও ফতুল্লা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী

গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস, অবস্থা সংকটাপন্ন: ভ্যাটিকান

আন্তর্জাতিক ডেস্ক: গুরুতর শ্বাসকষ্টের সংকটে পড়েছেন পোপ ফ্রান্সিস। বর্তমানে দুই ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান।

সোমবার (৩ মার্চ) পোপ ফ্রান্সিস দুই দফা ‘তীব্র শ্বাসযন্ত্র ব্যর্থতার’ শিকার হন বলে ভ্যাটিকানের বিবৃতিতে জানানো হয়। এর ফলে তার শ্বাস নিতে মারাত্মক সমস্যা তৈরি করে। চিকিৎসকরা তার ফুসফুস থেকে অতিরিক্ত শ্লেষ্মা সরাতে বাধ্য হন। যদিও এই সময় তিনি পুরো সজাগ ছিলেন।

৮৮ বছর বয়সী পোপ তার শ্বাস-প্রশ্বাসে সহায়তা করার জন্য অক্সিজেন মাস্ক এবং ভেন্টিলেটর ব্যবহার পুনরায় শুরু করেছেন।

দীর্ঘ ১৮ দিন ধরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তার পূর্ববর্তী শারীরিক অবস্থার কারণে বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তৃতীয়বার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

ভ্যাটিকান জানিয়েছে, শুক্রবার পোপ ফ্রান্সিস মাঝে মাঝে শ্বাসকষ্টে ভুগছিলেন, যার ফলে বমিও হচ্ছিল।

তিনি অক্সিজেন থেরাপিতে ভালোভাবে সাড়া দিয়েছেন বলে জানা গেছে। ভ্যাটিকান কর্মকর্তারা রবিবার বলেছিলেন, পোপের আর অক্সিজেন মাস্ক এবং ভেন্টিলেটরের প্রয়োজন নেই শুধুমাত্র উচ্চ-প্রবাহ অক্সিজেন থেরাপি চলবে। কিন্তু গতকাল সোমবারের পরে পোপ ফ্রান্সিস পুনরায় সেই যান্ত্রিক বায়ুচলাচলের প্রয়োজন পড়ে।

পোপ ফ্রান্সিসের অসুস্থতার কারণে এবারের লেন্টের প্রথম দিনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনায় তিনি অংশ নিতে পারবেন না। এই ছয় সপ্তাহব্যাপী লেন্ট ইস্টারের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাথলিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

তার অসুস্থতার কারণে পোপ ফ্রান্সিস টানা তিন সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে তার ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাসের প্রার্থনাও করতে পারছেন না।

এদিকে ভ্যাটিকানের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে প্রতিদিন শত শত ক্যাথলিক বিশ্বাসী তার সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে অনেকেই একত্রে প্রার্থনা করছেন।

ভ্যাটিকান পোপের লিখিত মন্তব্য প্রকাশ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, রোমে তার হাসপাতালের কক্ষ থেকে পাঠানো লেখাটি ‘গত কয়েকদিনে’ লেখা হয়েছিল। পোপ এতে প্রার্থনার জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের যত্নের জন্য তার মেডিকেল টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।

বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা অনুভব করার পর পোপকে গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ব্রঙ্কাইটিসের চিকিৎসা করা হয় এবং তারপর তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। পোপ নিউমোনিয়ার জন্য বিশেষভাবে সংবেদনশীল। পোপ ফ্রান্সিস শৈশবে প্লুরিসি নামক ফুসফুসের এক বিশেষ প্রদাহে আক্রান্ত হয়েছিলেন, যার কারণে তার ফুসফুসের একটি অংশ অপসারণ করা হয়েছিল। এ কারণে তিনি বরাবরই শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে ছিলেন।

ভ্যাটিকান জানিয়েছে, পোপের অবস্থা জটিল, তিনি বিপদের বাইরে নন। ডাক্তাররা তাই সতর্ক রয়েছেন। বিশ্বব্যাপী তার অনুসারীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। বিশেষ করে রোমে তার চিকিৎসাধীন গেমেলি হাসপাতালে অনেকে ভিড় জমাচ্ছেন।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com