শনিবার, ২৬ Jul ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার (২ মার্চ ) দিবাগত রাত ৩ টার দিকে অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন মহোদয়ের নির্দেশনায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে মাদানী নগর মাদ্রাসা হইতে ১৫০ গজ পশ্চিমে আলামিন গার্মেন্টসের সামনে শিমরাইল হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে এই নিষিদ্ধ পলিথিন গাড়িতে পায় তারা। অনুমান করা হয় পলিথিনের ওজন ২৮০৫ কেজি যার আনুমানিক মূল্য: ৩,৯২৭০০ টাকা।
গ্রেপ্তারকৃত কাভার্ড ভ্যানের চালক মোঃ ফারুক (২৮), চাঁদপুর জেলার মতলব উত্তর মাইজকান্দি এলাকার মোঃ মনির হোসেন খান ছেলে এবং হেল্পার মো: রফিক মিয়া জামালপুরের বকশিগঞ্জ থানার জাগিরপাড়া এলাকার মো: আ:রহিম এর ছেলে। সেই সাথে পলিথিন ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম
সিদ্দিকী বলেন, গ্রেপ্তারকৃত চালক ও হেল্পারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।