সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
মোঃ সাগর,ভ্রাম্যমান প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজন করা হয়।
রোববার ২মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালি বের হয়, র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া, সাংবাদিক হাবিবুল ইসলাম সহ আরোও অনেকেই।