সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ নারাায়ণগঞ্জের রূপগঞ্জে বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন আশুলিয়া প্রতিবাদ সংবাদ নিউজ

মেঘনায় রাতের আঁধারে নৌপুলিশের উপর বালু খেকোদের হামলা

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মেঘনা উপজেলায় বালুখেকোদের দৌরাত্ম্য দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও শক্তিশালী এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

রবিবার (২ মার্চ) গভীর রাতে অভিযান চালাতে গিয়ে বালুখেকোদের হামলার মুখে পড়েন চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত তাঁকে নদী ছেড়ে ঘাটে ফিরে আসতে হয়।

নৌপুলিশ সূত্র জানায়, রাত ২টা ৩০ মিনিট থেকে অভিযান পরিচালনা করতে নদীতে অবস্থান নেন ইনচার্জ আজমগীর হোসাইন ও তাঁর টিম। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, একটি চক্র নিষিদ্ধ স্থান (রামপ্রসাদের চর) থেকে বালু উত্তোলন করছে। ভোর ৪টা ৩০ মিনিটের দিকে চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর থেকে নলচর এলাকা পেরিয়ে একটি বালুবাহী বাল্কহেড মেঘনা ব্রিজের দিকে আসতে থাকে। নৌপুলিশ সেটি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।

এরপরই বালুখেকোরা বাল্কহেড আটকের সংবাদ পেয়ে সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালায়। পুলিশ সদস্যদের অবস্থান টের পেয়ে চক্রের মূল হোতা যুবদলের নেতা রবি ও খলিল তাঁদের সহযোগীদের খবর দেন। দ্রুত নলচর এলাকা থেকে দুইটি স্পিডবোট, ট্রলার এবং রায়পুর থেকে তিনটি ট্রলার নিয়ে বালুখেকোরা পুলিশের দিকে চতুর দিক থেকে ধেয়ে আসে। তাদের উদ্দেশ্য ছিল নৌপুলিশের ওপর হামলা চালিয়ে অভিযান ব্যর্থ করা।

সোর্সের মাধ্যমে হামলার বিষয়টি আগেভাগেই জানতে পেরে ইনচার্জ আজমগীর হোসাইন দ্রুত সেখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে আসেন। পরে ঘাটে ফিরে তিনি জানতে পারেন, বালুখেকোরা নদীতে তাঁকে তন্ন তন্ন করে খুঁজেছে।

এ ঘটনায় শঙ্কিত নৌপুলিশ কর্মকর্তা বলেন, “নদীতে এখন বাল্কহেড ধরা ও অভিযান চালানো আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় বড় ধরনের হামলার শিকার হতে পারি।”

মেঘনা উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি ও নলচর গ্রামের স্থানীয় বাসিন্দা মাহবুবা ইসলাম মিলি বলেন, মেঘনায় বালুখেকোদের দৌরাত্ম্য দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও প্রভাবশালী মহলের আশ্রয়ে এই চক্র বারবার পার পেয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, নির্বিচারে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে রামপ্রসাদের চর এলাকার প্রায় ১০০ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে, নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।

নৌপুলিশের ওপর এই হামলার ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, বালুখেকোদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা না হলে মেঘনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত, মেঘনা নদীতে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের নেতৃত্বে রয়েছেন চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নলচর গ্রামের বারেক প্রধান, যুবদল নেতা রবিউল্লাহ রবি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসনাত প্রধান সহ আওয়ামীলীগ এবং বিএনপির ডজনখানেক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com