রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
আমিনুর রহমান,নবাবগঞ্জ: একটি সেতুই পাল্টে দিতে পারে দিনাজপুর গ্রামের ভাগ্যে।দিনাজপুরবাসীর দীর্ঘিদিনের প্রতিক্ষা এবং দাবী একটি সেতু নির্মাণ।
বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ২.০০ ঘটিকায় ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার শেষপ্রান্তে অবস্থিত কয়েকটি পরিবার একটি সেতুর অভাবে মানবেতর জীবনযাপন করছে।
ঢাকা জেলার শেষ প্রান্ত নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের দিনাজপুর গ্রাম। খালের পূর্ব পারে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খাড়শুর গ্রাম। একটি মাত্র সেতুর অভাবে সরাসরি বিভক্ত করে রেখেছে খালটি। উভয় পাড়ের মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সুসম্পর্ক রয়েছে। দুই জেলার সীমান্তবর্তী হওয়ায় সকল প্রকার উন্নয়ন থেকে বঞ্চিত। একটি সেতুর অভাবে সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার মানুষ। প্রতিনিয়ত হাট-বাজার নিত্যপ্রয়োজণীয় জিনিসপত্র ক্রয় করা, প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র/ছাত্রীরা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে অসুস্থ্য রোগীদের মেডিকেল নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয়ে যায়।
একটি সেতু নির্মাণের ফলে পাল্টে যাবে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা।দিনাজপুর অঞ্চলের মানুষ বেশির ভাগই কৃষ্টি কাজ করে তাই তাদের কৃষিপণ্য বাজারজাত করা খুবই কষ্টকর।দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ।