রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।এসময় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, রমজান পবিত্র মাস। আমরা প্রত্যাশা করতেই পারি যে এই মাসে কোন দ্রব্যের দাম বাড়বেনা। আমাদের প্রয়োজনের চাইতে বেশী জিনিস আছে যেগুলোর দাম বাড়বেনা। যদি এ ধরনের কোন অভিযোগ আসে তাহলে আমরা একচুল ছাড় দিবোনা। মজদুদারী করে কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। পৃথিবীর সব দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কমিয়ে দেয় অথচ আমাদের দেশে এর চিত্র পুরোটাই উল্টো। বছরে একটি ধর্মীয় উৎসব হয় আমরা কি পারিনা সকলে মিলেমিশে উৎসবটি পালন করতে। এছাড়াও যানজট নিরসনে যেসকল পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়া হবে। চুরি, ছিনতাই রোধে টহল টিম বাড়ানো হবে।
এরপর যানজট নিরসনের লক্ষ্যে আরো একটি সভা করা হয়। এসময় জেলা প্রশাসক কোন পরিবহনের গাড়ি চাষাড়া জিয়া হল, রাইফেল ক্লাবের সামনে না থামানোর নির্দেশনা দেন। নগরীর আট টি পয়েন্টের কথা উল্লেখ করেন যাতে করে নগরীতে কোন অটোরিক্সা প্রবেশ করতে না পারে।
এসময় এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের আমীর মইনুদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সোহেল মোর্শদে সারোয়ার সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।