রবিবার, ২৭ Jul ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী 2 of 4,461 কাশিমপুর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে পুলিশ, আস্থাহীনতার আতঙ্কে ভুক্তভোগী পরিবার মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা  সরাইলে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১নং খতিয়ানের ভূমি দলীয় ব্যানারে একাধিক স্থাপনা উচ্ছেদ করে নেতার দখল চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন নিখোঁজ সংবাদ সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে দরজা ভেঙ্গে চোরি, চোর শনাক্ত হলেও উদ্ধার হয়নি চোরি হওয়া মালামাল

১৭ বছর আন্দোলন করেছি নির্বাচনের জন্য: মির্জা আব্বাস

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। আর এই জনপ্রিয়তা নষ্ট করার জন্য একশ্রেণির লোক মাঠে নেমেছে। তারা বিএনপির সুনাম নষ্ট করতে চায়। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন দেশ ও জাতির শৃঙ্খলা বজায় রাখুন। কোনো অপকর্মে লিপ্ত হবেন না। অনেকেই শুনছেন না। অপকর্ম করছেন একজন আর বদনাম হচ্ছে বিএনপির।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের সলিমুল্লাহ সড়কে জেলা বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, ১৭ বছর আন্দোলন করেছি নির্বাচনের জন্য। আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। কিন্তু তারা কেন জানি ধরেই নিয়েছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। এজন্যই বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আব্বাস বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ অতিষ্ঠ। এটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। এজন্য সরকারকে বলতে চাই, আপনারা সংস্কার সংস্কার করে কান ঝালাপালা করে দিচ্ছেন। কিন্তু কি সংস্কার করছেন জানি না। এখনো শেখ হাসিনার সিন্ডিকেট পরিবর্তন হয়নি সেই আগের সিন্ডিকেট রয়ে গেছে। সিন্ডিকেট না ভাঙলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না।

মহাসমাবেশে উপস্থিত ছিলেন সস্তা পুরের এস কে শাহীন ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক ও ফতুল্লা থানার ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ হারুনুর রশিদ ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতারা

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com