রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইজিদ (৯) নামে এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ সেই অপহরণকারীকে গ্রেফতার করলে সে হত্যার দায়স্বীকার করে লাশের সন্ধান দেয়। এরপর মঙ্গলবার রাত নয়টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়া এলাকায় অবস্থিত সাহাবুদ্দিন হাজীর ইট ভাটার ঝোপের ভিতর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত বাইজিদ আকন ফতুল্লা রেলস্টেশন এলাকার শাহানাজের বাড়ীর ভাড়াটিয়া সাইফুল আকনের ছেলে।
গ্রেফতারকৃত অপহরণকারী ফেরদৌস আলী (২৯) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খাকশ্রী থানার মানিক মিয়ার ছেলে।
ওসি শরিফুল ইসলাম বলেন, শিশু বায়েজিদ ও ঘাতক ফেরদৌস একই ভাড়াবাড়িতে পাশাপাশি বসবাস করতেন। সোমবার সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস রেলস্টেশনের বাসা থেকে বের হন। পরে রাত ১২টার দিকে নিহত শিশুর বাবাকে ফোন করে জানান ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় হত্যা করা হবে। তারা টাকা দিতে চাইলেও পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ওসি আরও বলেন, মঙ্গলবার সকালে নিহতের বাবা জিডি করেন। জিডির সূত্র ধরে মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তি ও করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী দাপা ইদ্রাকপুর ইটভাটার ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।