মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে এই দুই দল। সেমিফাইনালের দৌড়ে ভালভাবে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
দুই দলেরই এটি কেবল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। তবে এই ম্যাচটি নকআউট হয়ে গেছে অন্য ম্যাচের পরিণতির কারণে। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়-পরাজয় এলে চিত্র থাকত ভিন্নরকম। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তাদের পয়েন্ট এখন তিন করে। আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ পরিণত হয়েছে নক আউটে।
দুই দলের সবশেষ ম্যাচটি আফগানিস্তানের জন্য সুখময় এক স্মৃতি। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে ইংলিশদের ৬৯ রানে হারিয়েছিল শাহিদির দল। সেই ম্যাচকে এবার প্রেরণা মানছেন আফগান অধিনায়ক। তবে নতুন দিনে সবকিছুই যে নতুন করে করার বাস্তবতাও তিনি জানেন।
“২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভালো একটি ম্যাচ ছিল আমাদের এবং আমরা তাদেরকে হারিয়েছিলাম। সেই আত্মবিশ্বাস এবারও আমাদের সঙ্গী। তবে সেই ম্যাচটি এখন অতীত। নতুন ভাবনা ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে আমাদের।”
“আমরা জানি, ইংল্যান্ড বিশ্বের সেরা দলগুলোর একটি। আমাদের জন্য চ্যালেঞ্জটি তাই কঠিন। তবে যে কোনো চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তত। এই পর্যায়ে আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাদের। ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলতে আমরা প্রস্তুত। ২০২৩ বিশ্বকাপের ম্যাচ থেকে আত্মবিশ্বাস অবশ্যই নেব আমরা। তবে এবার নতুন দিনে নতুন ম্যাচ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে হারাতে।”
আফগানিস্তানের প্রতি সমীহের কমতি নেই জস বাটলারের। তবে নিজেদের সামর্থ্যে আস্থা রেখে জিততে আত্মবিশ্বাসী ইংল্যান্ড অধিনায়ক।
“তারা খুবই লড়িয়ে একটি দল এবং খুব ভালো পারফর্ম করে চলেছে, সময়ের সঙ্গে ভালো থেকে আরও ভালো হয়ে উঠছে এবং তাদের প্রতি সম্মানের অভাব নেই আমাদের। তাদের ধরন কিছুটা অনন্য এবং রাশিদ ও নুরের মতো দারুণ স্পিনার আছে, যে দুজন দুর্দান্ত এবং তাদের জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে আমাদের।”
“তবে প্রতিপক্ষের দিকে তাকানোর পাশাপাশি নিজেদের দিকেও মনোযোগ দিতে হবে আমাদের, নিজেদের সেরাটা যেন মেলে ধরতে পারি এবং সেটুকু পারলেই জয়ের জন্য যথেষ্ট হবে, এই আত্মবিশ্বাস যেন রাখতে পারি।”