Dhaka 11:01 pm, Sunday, 23 November 2025

বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 07:29:26 am, Tuesday, 25 February 2025
  • 114 Time View

বিশেষ প্রতিনিধি: নানা আয়োজনে উৎযাপিত হয়েছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান। গত রবিবার ২৩ ফেব্রুশারী বিকাল ৪ ঘটিকায় এই অনুষ্ঠান আয়োজিত।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজিত অনুষ্ঠানে প্রথমে বুদ্ধপূজা পাঠ ও পরবর্তী তে মহানায়ক বিশুদ্ধানন্দ মহানথের সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। আয়োজিত অনুষ্ঠানে নৃত্য থেকে শুরু করে দিনব্যাপী নানা আয়োজনে মুগ্ধ করে উপস্থিত ও বৌদ্ধ ধর্মী গোষ্ঠিদের।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি কে শান্তি স্বর্ন পদক ও প্রতিষ্ঠাতা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহানথের ১১৭ তম জন্মোৎসব পালন করে আসছেন ।

বৌদ্ধ ধর্মীরা সর্বময় শান্তি প্রতিষ্ঠা ও কামনা করেন জিষ্ণুর নিকট। তার মহিমায় নতুন বছরে সকলের মঈল হোক এই প্রত্যাসায় আজকের এই দিনে সকল ধর্মী ভক্তরা উপস্থিত হয়। এবছরেও আনন্দের সঙ্গে উৎযাপিত হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান। তরুণ তরুণীরা থেকে অনেক ভক্ত বিন্দুরা উপস্থিত হয় এই বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজিত মহামিলনে। সকল ভক্তদের আনন্দ উল্লাসের মধ্য দিয়েই পালিত হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান।

বাংলাদেশ বৌদ্ধ প্রচার কৃষ্ঠি সংঘ ২০০১ সালে প্রবর্তিত হয় শান্তি স্বর্ন পদক অনুষ্ঠান করেন।প্রতিষ্ঠাতা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের-র ১১৭ তম জন্মোৎসব উপলক্ষে দেশ বিদেশের তিনজন বিশিষ্ট ব্যক্তি ও সংস্থা কে শান্তি স্বর্ন পদকে ভূষিত করা হয়।

অতীশ দীপংকর পদকের জন্য মনোনীত হন বেলজিয়ামের মানবতাবাদী ভিক্ষু ফ্রা রাজা বিশুদ্ধি বিদেস। বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ন পদক এর জন্য মনোনীত হন বাংলাদেশ বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ নুরুল আলম শুদ্ধানন্দ শান্তি স্বর্ন পদক এ ভূষিত হন গ্রীসের একটি সেবা সংস্থা ট্রু লাইফ ইন গড বেথ মেরিয়াম ও পন্ডিত বনরত্ন হিসেবে শান্তি স্বর্ন পদক লাভ করেন ভুটানের মান্যবর দর্জি লোপন নাগোয়ান সোণাম জামটশো।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খান। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশস্থ শ্রীলংকার মান্যবর হাইকমিশনার মি. ধর্মপালা ওয়েরকোদি, উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত মি. জ্ঞানশ্যাম ভান্ডারী, মায়ানমারের মান্যবর রাষ্ট্রদূত মি. উ. কেওউ সো মো, উপস্থিত ছিলেন ভুটানের রাষ্ট্রদূত মি. রিণচেন কুয়েন্টসিল, উপস্থিত ছিলেন থাইল্যান্ডের চার্জ ডি এফেয়ার্স পানম তংপ্রায়ুন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দিলীপ কুমার বড়ুয়া। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষন প্রদান করেন বৌদ্ধ কৃষ্টি সংঘের মহাসচিব ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন বড়ুয়া। জ্ঞাপন করেন সংঘের সহ-সভাপতি ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংঘের সহ-সভাপতি মি. সুজিত কুমার বড়ুয়া। অনুষ্ঠানে পদক প্রাপ্তদের পদক ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি এবং উদ্ধোধক মহোদয়। পদক প্রদান শেষে চর্যাপদের গান ও নাটকের আয়োজন। ২০২৫ শে আয়োজিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান আনন্দের সহিত উৎযাপিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত

Update Time : 07:29:26 am, Tuesday, 25 February 2025

বিশেষ প্রতিনিধি: নানা আয়োজনে উৎযাপিত হয়েছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান। গত রবিবার ২৩ ফেব্রুশারী বিকাল ৪ ঘটিকায় এই অনুষ্ঠান আয়োজিত।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজিত অনুষ্ঠানে প্রথমে বুদ্ধপূজা পাঠ ও পরবর্তী তে মহানায়ক বিশুদ্ধানন্দ মহানথের সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। আয়োজিত অনুষ্ঠানে নৃত্য থেকে শুরু করে দিনব্যাপী নানা আয়োজনে মুগ্ধ করে উপস্থিত ও বৌদ্ধ ধর্মী গোষ্ঠিদের।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি কে শান্তি স্বর্ন পদক ও প্রতিষ্ঠাতা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহানথের ১১৭ তম জন্মোৎসব পালন করে আসছেন ।

বৌদ্ধ ধর্মীরা সর্বময় শান্তি প্রতিষ্ঠা ও কামনা করেন জিষ্ণুর নিকট। তার মহিমায় নতুন বছরে সকলের মঈল হোক এই প্রত্যাসায় আজকের এই দিনে সকল ধর্মী ভক্তরা উপস্থিত হয়। এবছরেও আনন্দের সঙ্গে উৎযাপিত হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান। তরুণ তরুণীরা থেকে অনেক ভক্ত বিন্দুরা উপস্থিত হয় এই বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজিত মহামিলনে। সকল ভক্তদের আনন্দ উল্লাসের মধ্য দিয়েই পালিত হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান।

বাংলাদেশ বৌদ্ধ প্রচার কৃষ্ঠি সংঘ ২০০১ সালে প্রবর্তিত হয় শান্তি স্বর্ন পদক অনুষ্ঠান করেন।প্রতিষ্ঠাতা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের-র ১১৭ তম জন্মোৎসব উপলক্ষে দেশ বিদেশের তিনজন বিশিষ্ট ব্যক্তি ও সংস্থা কে শান্তি স্বর্ন পদকে ভূষিত করা হয়।

অতীশ দীপংকর পদকের জন্য মনোনীত হন বেলজিয়ামের মানবতাবাদী ভিক্ষু ফ্রা রাজা বিশুদ্ধি বিদেস। বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ন পদক এর জন্য মনোনীত হন বাংলাদেশ বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ নুরুল আলম শুদ্ধানন্দ শান্তি স্বর্ন পদক এ ভূষিত হন গ্রীসের একটি সেবা সংস্থা ট্রু লাইফ ইন গড বেথ মেরিয়াম ও পন্ডিত বনরত্ন হিসেবে শান্তি স্বর্ন পদক লাভ করেন ভুটানের মান্যবর দর্জি লোপন নাগোয়ান সোণাম জামটশো।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খান। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশস্থ শ্রীলংকার মান্যবর হাইকমিশনার মি. ধর্মপালা ওয়েরকোদি, উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত মি. জ্ঞানশ্যাম ভান্ডারী, মায়ানমারের মান্যবর রাষ্ট্রদূত মি. উ. কেওউ সো মো, উপস্থিত ছিলেন ভুটানের রাষ্ট্রদূত মি. রিণচেন কুয়েন্টসিল, উপস্থিত ছিলেন থাইল্যান্ডের চার্জ ডি এফেয়ার্স পানম তংপ্রায়ুন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দিলীপ কুমার বড়ুয়া। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষন প্রদান করেন বৌদ্ধ কৃষ্টি সংঘের মহাসচিব ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন বড়ুয়া। জ্ঞাপন করেন সংঘের সহ-সভাপতি ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংঘের সহ-সভাপতি মি. সুজিত কুমার বড়ুয়া। অনুষ্ঠানে পদক প্রাপ্তদের পদক ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি এবং উদ্ধোধক মহোদয়। পদক প্রদান শেষে চর্যাপদের গান ও নাটকের আয়োজন। ২০২৫ শে আয়োজিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দিনব্যাপী অনুষ্ঠান আনন্দের সহিত উৎযাপিত হয়।