রবিবার, ২৭ Jul ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি: “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হযেছে।
গতকাল ২৪ ফেব্রয়ারি সকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর এর মহাপরিচালক বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা রেঞ্জ এর কমান্ডার মোঃ আশরাফুল আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলার সম্মানীত জেলা কমান্ড্যান্ট জনাব কানিজ ফারজানা শান্তা বিভিএমএস, লেঃ কর্ণেল আরমিন রাব্বী, অধিনায়ক, ৭ ফিল্ড আর্টিলারী, সিদ্ধিরগঞ্জ সহ অন্যান্য নেতৃবৃন্দ।