রবিবার, ২৭ Jul ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে মাদক, চোর, ডাকাত নির্মূল কমিটির আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী 2 of 4,461 কাশিমপুর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে পুলিশ, আস্থাহীনতার আতঙ্কে ভুক্তভোগী পরিবার মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা  সরাইলে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১নং খতিয়ানের ভূমি দলীয় ব্যানারে একাধিক স্থাপনা উচ্ছেদ করে নেতার দখল চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন নিখোঁজ সংবাদ

সিদ্ধিরগঞ্জে অবৈধ পলিথিন বোঝাই একটি কাভার্ডভ্যান সহ চালক আটক

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পলিথিনবোঝাই একটি কাভার্ড ভ্যানসহ মো. রফিক (৪০) নামের ১জনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নিয়মিত টহল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নে মিনি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে এই পলিথিন জব্দ করা হয়। অনুমান করা হয় পলিথিনের ওজন ২৬৫৫ কেজি, যার মূল্য তিন লক্ষ ৭১ হাজার ৭০০ টাকা।

এই বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম

গ্রেপ্তারকৃত ব্যক্তি কাভার্ড ভ্যানের চালক মো. রফিক (৪০) তিনি কামরাঙ্গীরচরের মো. হারুনের মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আড়াই টনের বেশি ওজনের নিষিদ্ধ পলিথিনবোঝাই একটি মিনি কাভার্ড ভ্যান মহাসড়কের মৌচাক ইউটার্ন ঘুরে যাওয়ার সময়ে হাইওয়ে পুলিশ থামিয়ে তল্লাশি করে। তখন গাড়িতে নিষিদ্ধ পলিথিন পায় তারা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পলিথিন ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com