রবিবার, ২৭ Jul ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
আমিনুর রহমান,নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়া মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আগামীর সুন্দর জীবন প্রতিষ্ঠায় তোমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। মানবিক হও, সাথে খেলাধুলা, সামাজিক কাজে অংশগ্রহন করো। মোবাইল ফেলে বই, খাতা, কলম ধরো। নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করো। জীবনে সফলতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পেস করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও অভিভাবক সদস্য মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, হুমায়ুন চৌধুরী, কলাকোপা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. লাভলু সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান প্রমুখ।