শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ট্রাফিকের দায়ত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘষে উভপক্ষের কমপক্ষে ২০ জন আহত     নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

বিরামপুরে ২একর ৩১ শতক জমি প্রভাবশালীদের জবর দখলের চেষ্টার অভিযোগ

মোঃ মোবারক আলী,বিরামপুর প্রতিনিধি: বিরামপুর উপজেলার গ্রাম্য মুসলমান সর্ব সাধারণের ব্যবহার্য ২একর ৩১ শতক জমি প্রভাবশালীদের জবর দখলের
চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এক লিখিত অভিযোগে জানা গেছে, বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের পুত্র কামাল হোসেন জানান,তফসিল বর্ণিত দিনাজপুরজেলার বিরামপুর উপজেলার ,মৌজা-চন্ডিপুর,জে,এল নং-৭৭ খতিয়ান নং-এস,এ ১৭৮ দাগ নং ২২০/২২১ রকম-ডাঙ্গা,পরিমান-২ একর ৩১ শতক জমি প্রভাবশালী ডা: মোকলেছুর রহমান(চক্ষু বিশেষজ্ঞ) সাং ঘাটপাড়, মোকতাজ্বল হোসেন আহম্মেদ পিতা মৃত মফিজ উদ্দিন, সাং পূর্বজগন্নাথপুর, শরিয়াতুল্ল্যাহ, পিতা-শাহজান, সাং-চন্ডিপুর, আব্দুল কাফি,পিতা রিয়াজ উদ্দিন বিরামপুর, মিজানুর রহমান পিতা-কিতাব উদ্দিন মন্ডল, সাং-গড়পিংলাই, থানা-ফুলবাড়ী, সর্ব জেলা দিনাজপুরগণ রেকর্ডমুলে অদ্যাবদি করস্থান, খেলারমাট, ঈদগাঁ ও মাদ্রাসা রহিয়াছে।

এমতাবস্থায় উক্ত বিবাদীগন অন্যায়ভাবে বিরামপুর জরিপ অফিসারকে ম্যানেজ করে
ক্ষমতার অপব্যহার করিয়া চতুর্থ ধাপে একটি অনলাইন পর্চা বের করিয়া উক্ত সম্পত্তি
জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মানের চেষ্টা করে।

উক্তি বিষয়ে মোবাইল ফোনে ডা: মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, উক্ত সম্পত্তি হাজী মোখতাজ্বল এর নিকট থেকে দলিল মুলে ক্রয় করেছি। গ্রামের জনসাধারণ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট গ্রাম্য মুসলমান সর্ব সাধারণের ব্যবহায সম্পত্তি উদ্ধারের জন্য সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোরদাবী জানান।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com