রবিবার, ০৪ মে ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

পিঠা উৎসবে উচ্ছ্বসিত দুবলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা

মিলন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পিঠা উৎসব পালিত হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে এই বিদ্যালয়ে।পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির হন শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকরা এরমধ্যে ছিল নানা রকম ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি,নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা,নারিকেল বিস্কুট পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী, পাটিসাপটা, দুধসাগর এবং চিতই পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন,বাড়ীতে পিঠা তৈরি করলে খেয়ে যতটা মজা পাই তার চেয়ে বেশি মজা হচ্ছে এখানে সবাই মিলে একসাথে পিঠা খেতে পারছি।

প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম বলেন,পিঠা উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক সাড়া পেয়েছি,প্রতি বছর এই ধারা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ শিবরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, গাইবান্ধা জেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, পালাশবাড়ী শিক্ষা অফিসার আনজুমান আরা গুলেনূর, উপজেলা রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম, ইন্সপেক্টর সোহেল মিয়া। এসময় শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com