রবিবার, ০৪ মে ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
মোঃ নাফিস হাসনাইন,দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লুটপাট, চাঁদাবাজি, জুলুম ও খুনের রাজনীতি করে না। বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। দেশের মানুষ এখনো বিএনপিকে মনে প্রানে ভালোবাসে। জেল জুলুম উপেক্ষা করেও দেশের মানুষের অধিকার আদায়ে বিএনপি সর্বদা রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে।
গত শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুর সদর উপজেলার নশিপুর ও খোসালপুর যুব সমাজের আয়োজনে নশিপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কম্বল বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক , জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কারাতে ফাউন্ডেশনের সদস্য, দিনাজপুর পৌরসভার সাবেক দুইবারের কাউন্সিলর, ভারপ্রাপ্ত মেয়র একেএম মাসুদুল ইসলাম মাসুদ উপরোক্ত কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে। দেশকে মাদকমুক্ত করতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তাই শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের উৎসাহিত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ট্রাক ও ট্যাংলরী, কাভাটভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নপর সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, ঠিকাদার নাশিম খান ও সদর উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মুকুল, চেহেলগাজী ইউপি বিএনপির সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক তাজিবুল ইসলাম।এসময় নশিপুরের কৃতি সন্তান মেধাবী শিক্ষার্থী মেঘলা আক্তার পাবনা মেডিকেল কলেজে চান্স পাওয়া তাকে সন্মানা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন হাসিম আলী, জসিম উদ্দিন ও জুলফিকার আলী।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০ টায়, ছেলেদের ১০০ মিটার দৌড়, সকল বয়সী মেয়েদের রশি খেলা, সকল বয়সী ছেলেদের মোড়গ লড়াই, ৩য় থেকে ৫ম শ্রেনীর মেয়েদের বিস্কুট খেলা, মহিলাদের বালিশ খেলা। বিকেলে যুবকদের ফুটবল, স্লো -মোশনে সাইকেল, বয়স্কদের হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।খেলাধুলা শেষ সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।