সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যুবলীগ নেতা শাহাদাৎ (৫০) কে আটক করেছে র্যাব-১১। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবলীগ নেতা শাহাদাৎ ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকার ফকির চানের ছেলে। তিনি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ফতুল্লার পলাতক ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পতিত সরকারের আমলে নাশকতা করার অভিযোগে একাধিক মামলায় তাকে এজাহারভুক্ত করা হয়েছে।
ফতুল্লা থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি করা হয়েছে এই শাহাদাত কে। আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী জানায়, এই শাহাদাত যার নুন আনতে পানতা ফুরাতো সেই শাহাদাত এখন কোটি কোটি টাকার মালিক। তার ভয়ে এলাকার অনেকেই টটস্থ থাকতো।
Reporter Name 
















