ওমর, বিভাগীয় ব্যুরোচীফ সিলেট: জেলা হবিগঞ্জ মাধবপুরে ১৯ইং ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ৬:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ হরষপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৮/২০-এস হইতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেন্দ্রপুর নামক স্থান হইতে ৪ জন বাংলাদেশী নাগরিক এবং ১ জন ভারতীয় নাগরিক কে অবৈধভাবে ভারতে গমনের সময় আটক করে ।
আটক কৃত হলেন (ক) স্বপ্না ধর (৫৫),স্বামীঃ মৃত বৈদ্যনাথ দত্ত, গ্রামঃ- রাউজান, পোষ্টঃ- রাউজান, থানাঃ- রাউজান, জেলাঃ- চট্টগ্রাম। (খ) মুক্তা রানি দাস (৩৭), স্বামী- শিতল তালুকদার, গ্রামঃ- রাউজান, পোষ্টঃ- রাউজান, থানাঃ- রাউজান, জেলাঃ- চট্টগ্রাম। (গ) বর্ষা ধর (২৩), স্বামীঃ সুব্রত ধর,গ্রামঃ- রাউজান,পোষ্টঃ- রাউজান, থানাঃ- রাউজান, জেলাঃ- চট্টগ্রাম। (ঘ) প্রিয়া দে (৩০), স্বামী-জুয়েল সাগর, গ্রামঃ- রাউজান, পোষ্টঃ- রাউজান, থানাঃ- রাউজান, জেলাঃ- চট্টগ্রাম।(ঙ) কৃষ্ণা দে (৪৭), স্বামী- শংকর কান্দি দে, গ্রামঃ- আসামশীল চর, পোষ্টঃ- আসামশীল চর, থানাঃ- আসামশীল চর, জেলাঃ- আসাম (ভারতীয় নাগরিক)।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানায়, মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে ২৪,০০০ টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে হরষপুর বিওপির টহল দলের নিকট আটক হয়।
আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া যায়। এছাড়াও আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক কে জিজ্ঞাসাবাদে জানায়, আনুমানিক ১ মাস পূর্বে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ঝুলন দে (৩৪) (কৃষ্ণা দে এর ভাতিজা) গ্রামঃ-তেলিশহর,পোষ্টঃ- তেলিশহর, থানাঃ- পটিয়া, জেলাঃ- চট্টগ্রাম এর বাড়িতে অবস্থান করে এবং মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে ৬,০০০ টাকার বিনিময়ে ভারতে যাওয়ার সময় ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে হরষপুর বিওপির টহল দলের নিকট আটক হয়।
আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হইতে বাংলাদেশী ২০,০০০ টাকা এবং এন্ড্রয়েড মোবাইল ফোন- ১টি পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের বাংলাদেশী টাকা এবং মোবাইল সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে, হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি(অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,মাধবপুর সীমান্ত দিয়ে যাহাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান আছে।
Reporter Name 
















