সোমবার, ৩০ Jun ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা পীরগঞ্জে টিআর কাবিখা প্রকল্পে তোঘলকি কারবার ! দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

অবশেষে হেনার দেখা পেলেন বাপ্পা

বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, ‘চাচা, হেনা কোথায়?’-এই সংলাপটি। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি নতুন করে সবার মুখে মুখে ফিরতে থাকে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বাপ্পারাজ। আর হেনার চরিত্রে অভিনয় করেন শাবনাজ। বাপ্পা সিনেমায় হেনাকে হারিয়ে ফেললেও বাস্তবে আবার তাদের দেখা হয়েছে টাঙ্গাইলে!

‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক।

এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের নতুন এক ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওটি পোস্ট করেছেন হেনার স্বামী নায়ক নাঈম।

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেইজ থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, গাড়ি চালিয়ে আসছেন বাপ্পারাজ৷ আর গাছের নিচে দাঁড়িয়ে আছেন নাঈম। নাঈমের কাছে এসে বাপ্পারাজ বলছেন,  নাঈম ভাই হেনা কোথায়? উত্তরে নাঈম বলেন, বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো,  হেনার সাথে আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে৷

মজার ছলে করা তাদের এই ভিডিওটি মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com