Dhaka 12:50 am, Sunday, 23 November 2025

বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে: এমরান সালেহ প্রিন্স

  • Reporter Name
  • Update Time : 08:55:08 am, Tuesday, 18 February 2025
  • 177 Time View

মোঃ সাগর, ভ্রাম্যমান প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ নাই কিন্তু তার রেখে যাওয়া সিন্ডিকেট এখনো রয়ে গেছে। বর্তমান চলছে স্পর্শকাতর সময়। মানুষের পেটে লাথি মেরে আওয়ামী লীগ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। জনগণ গরীব থেকে আরো গরীব হয়েছে। আমরা আশা করেছিলাম এই অন্তবর্তী সরকার সেই সিন্ডিকেট ভাঙবে। কিন্তু পারেনি। অনতিবিলম্বে সিন্ডিকেট ভাঙতে হবে। চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের শাসনে আনতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা শহরের কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বাংলাদেশের মানুষ ভারতের জনগণের সঙ্গে প্রেম করতে চায়, বন্ধুত্ব করতে চায়, ভালোবাসা করতে চায়। সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে তারা কি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করতে চায় নাকি শেখ হাসিনার সঙ্গে?

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় ৬৪ বিএনপি ঘোষিত ৮ দিনের সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে নেত্রকোণা জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজুল হক, আশরাফ আলী খান, আবু তাহের তালুকদার, যুবদল নেতা হাসনাত হাসান সৈকতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে: এমরান সালেহ প্রিন্স

Update Time : 08:55:08 am, Tuesday, 18 February 2025

মোঃ সাগর, ভ্রাম্যমান প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ নাই কিন্তু তার রেখে যাওয়া সিন্ডিকেট এখনো রয়ে গেছে। বর্তমান চলছে স্পর্শকাতর সময়। মানুষের পেটে লাথি মেরে আওয়ামী লীগ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। জনগণ গরীব থেকে আরো গরীব হয়েছে। আমরা আশা করেছিলাম এই অন্তবর্তী সরকার সেই সিন্ডিকেট ভাঙবে। কিন্তু পারেনি। অনতিবিলম্বে সিন্ডিকেট ভাঙতে হবে। চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের শাসনে আনতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা শহরের কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বাংলাদেশের মানুষ ভারতের জনগণের সঙ্গে প্রেম করতে চায়, বন্ধুত্ব করতে চায়, ভালোবাসা করতে চায়। সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে তারা কি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করতে চায় নাকি শেখ হাসিনার সঙ্গে?

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় ৬৪ বিএনপি ঘোষিত ৮ দিনের সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে নেত্রকোণা জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজুল হক, আশরাফ আলী খান, আবু তাহের তালুকদার, যুবদল নেতা হাসনাত হাসান সৈকতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।