শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের চোরাই জ্বালানী তেলের অন্যতম কারবারী এবং ফ্যাসিস্ট সরকারের অন্যতম গডফাদার শামীম ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্যদের চামচাখ্যাত বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন প্রধানকে এবার রিমান্ডে নিয়েছে বন্দর থানা পুলিশ।
তেলচোরখ্যাত দেলোয়ার প্রধানসহ আওয়ামীলীগের তিনজন নেতাকর্মীকে গ্রেফতারের পার ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানোর পর ২ (দুই) দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট হায়দার আলী।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. কাউয়ুম খান বলেন,(১৭ ফেব্রুয়ারী) দেলোয়ার প্রধানসহ তিন জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।
বন্দরের কলাগাছিয়ার মাধবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের পুত্র ওসমান পরিবারের অন্যতম দালাল দেলোয়ার প্রধান ছাড়াও নূরবাগ এলাকার নূর মাষ্টার মিয়ার পুত্র নেতা খোকন এবং মদনপুরের মৃত জসিম ভূঁইয়া পুত্র আলী আজগর ভূঁইয়ার বিরুদ্ধে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
বন্দর থানা দারোগা জলিল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বন্দর থানান এলাকার বেপারীপাড়াস্থ মোক্তার হোসেনের পুত্র জহিরুল ইসলাম বাদী সাবেক এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের নির্দেশে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার প্রধানসহ উল্লেখিত ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর বিজ্ঞ বিচারক প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশের একটি নির্ভশীল সূত্র জানায়, নারায়ণগঞ্জ পুলিশের এমটি ওসির সাথে গভীর সখ্যতা ছিলো তেলচোর দেলোয়ার প্রধান ওরফে তেলচোরা দেলুর সাথে। পুলিশের জন্য নির্ধারিত জ্বালানী তেল চুরি করতে নগরীর একটি গ্যারেজের কম্পিউটারে বসে তেলের বিল তৈরী করে এমটি ওসির নিয়োজিত পুলিশ সদস্যরা। জ্বালানী তেল ব্যবহার না করে শুধু সরকারী রাজস্ব ফাঁকি দিতে এমন বিল ভাউচার তৈরী করে এই দেলোয়ার প্রধানের মাধ্যমে ভূয়া স্লিপ দিয়ে লুটপাটের মহোৎসব চালাচ্ছে প্রধান পাম্পের মালিক তেলচোরা দেলু ও এমপি ওসি।
সেই তেলচুরির সখ্যতা থেকে ৫ সেপ্টেম্বর মামলা হলেও দেলোয়ার প্রধানকে গ্রেফতার করা হবে না এমন আশ্বাস দেন এমপি ওসি। দীর্ঘদিন কয়েকটি মামলা থাকার পরও গ্রেফতার না হলেও ব্যাপক সমালোচনার পর শেষ রক্ষা হয় নাই সেই নৌকার মাঝি থেকে হাজার কোটি টাকার মালিক দেলোয়ার প্রধান ওরফে তেলচোরা দেলুর।
গত (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।