মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা পীরগঞ্জে টিআর কাবিখা প্রকল্পে তোঘলকি কারবার ! দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

অক্ষয়ের গাওয়া গানে উত্তাল নেটদুনিয়া

বিনোদন ডেস্কঃ বলিউডে একটা সময় অক্ষয় কুমারের সিনেমা মানেই ২০০ কোটির ক্লাব। বক্স অফিসের খিলাড়ি ছিলেন অক্ষয়।সর্বশেষ মুক্তি পাওয়া তার ‘খেল খেল মে’ ছবি সুপারফ্লপ! এমন পরিস্থিতিতে নতুন পরিচয়ে আসছেন অক্ষয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ইউটিউবে মুক্তি পেয়েছে অক্ষয়ের গানটি। অভিনব শেখরের কথায় অক্ষয় ছাড়াও গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন সুধীর, বিক্রম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন অক্ষয়। গানের ভিডিওতে শিবের ভক্ত রূপে নাচতে দেখা যায় অক্ষয়কে। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গণেশ আচার্য।

এক বিবৃতিতে অক্ষয় বলেন, আমার হৃদয়ের গভীর থেকে এসেছে ‘শম্ভু’ গানটি। যা কেবল জয় শ্রী মহাকাল নামে স্পন্দিত হয়েছে। দীর্ঘদিন ধরে আমি শিব ভক্ত। কিন্তু ইদানীং তার সঙ্গে সংযোগ এবং ভক্তি আরও গভীর হয়েছে।

অভিনেতা আরও বলেন, আমি অনুভব করি, তিনিই শক্তি, তিনিই প্রেম, তিনিই সাহায্যকারী, তিনিই রক্ষাকর্তা, তিনিই সবকিছুর শেষ, তার কাছেই আমরা আত্মসমর্পন করতে চাই।

বিগত বছরগুলোতে বক্স অফিসে অক্ষয়ের সিনেমাগুলো বাজিমাত করলেও ২০২২ সালে তার চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। তার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘রাম সেতু’ সিনেমা বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। এমনকি ২০২৩ সালের শুরুতে মুক্তি পাওয়া অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমাও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সফলতা পায়নি তার অভিনীত ‘মিশন রানিগঞ্জ’ সিনেমাটিও।

তবে ‘ওএমজি টু’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে দীর্ঘদিনের খরা কাটান অক্ষয়। ৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ২২১ কোটি রুপির বেশি আয় করে বক্সুফিসে। বর্তমানে ৯টি সিনেমার কাজ রয়েছে অক্ষয়ের হাতে।

সূত্র: ইন্ডিয়া টুডে

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com