শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জামপুর ও পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তোফায়েল আহমেদ স্বপন উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক , ও শাহ্ আলম ভূইয়া জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক , ও একই এলাকার মো. মিছির আলী মৎসলীগের সভাপতি । এছারাও অন্য মামলায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তিন আসামি ও অন্য মামলায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।