শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৭ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চিটাগাং রোড সাজেদা হাসপাতালের সামনে একটি ট্রাক উল্টে যায়। এতে প্রায় ৫ ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছেন যানবাহনের যাত্রী ও চালকেরা।
দুপুর ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড থেকে সোনারগাঁও এলাকা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানজট দেখা যায়। হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
দুর্ঘটনার কবলে পড়া ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মনির নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ৭টার দিকে এখানে একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন। পথচারীরা তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেছেন।
মোঃ আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে বাস আটকে আছে। তাই নিরুপায় হয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন,সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের টিম পাঠানো হয়। আমরা সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।