Update Time :
12:24:06 pm, Thursday, 13 February 2025
110
Time View
নারায়ণগঞ্জে ২২ মামলায় জরিমানা ৪৩ হাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন আইনের অধীনে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে প্রায় ২২টি মামলায় বিভিন্ন যানবাহনকে ৪৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে রূপগঞ্জ থানা ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করেন। বিষয়টি নিশ্চিত করে পূর্বাচল সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুর রহমান সোহেল জানান, আইন ভঙ্গ ও যানবাহনের বিভিন্ন কাগজপত্র না থাকায় ওই জরিমানা করা হয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন রুপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম।
৭
বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন আইনের অধীনে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে বিভিন্ন অপরাধে প্রায় ২২টি মামলায় বিভিন্ন যানবাহনকে ৪৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে রূপগঞ্জ থানা ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে পূর্বাচল সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুর রহমান সোহেল জানান, আইন ভঙ্গ ও যানবাহনের বিভিন্ন কাগজপত্র না থাকায় ওই জরিমানা করা হয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রুপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম।