শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার আষাড়িয়ার চর সাকিনস্থ মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করাহয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচর থানার মো. জসিমের ছেলে মো. রিফাত (২৬), লক্ষীপুরের রামগতি থানার মো. লিটনের পুত্র মো. জিহাদ (১৯), কুমিল্লার চৌদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মো. রহিম (২৫)।
র্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজও মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় সন্দেহজনকদের তল্লাশি করাকালীন সময়ে গ্রেপ্তারকৃত এই তিন মাদক কারবারির সঙ্গে থাকা ৪টি বস্তা তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়। গ্রেপ্তারকৃত দের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।