শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
মোঃ সাগর,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানা আগুন লাগে ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক এক করে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা। আনোয়ার ইসলাম দোলন ।তিনি বলেন ভোর পাঁচটায় খবর আসে আমাদের কাছে একটি জুতার কারখানায় আগুন লেগেছে । শ্যামপুর পুরনো সেন্ডেল কারখানা তখন ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছায় তারপর এক এক করে ৭টি ইউনিটিও পৌঁছায় তারপর কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রনে আসে ২ ঘন্টা সময়ের মধ্যে আমরা অপারেশন সাকসেস হই ৭টা ১৮ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন,প্রাথমিকভাবে আমরা আগুন লাগার ঘটনা কোন কারণ জানা যায়নি। কারখানায় কাঁচামাল যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে তদন্ত করে দেখা যাবে কি হয়েছে তারপর জানা যাবে।