শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায়,আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করাহয়।
গ্রেপ্তারকৃত আসামি, ইসমাইল হোসেন (৫২) সে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি চিড়ইপাড়া কলোনী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
তথ্যটি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় প্রভাবে সরকারি সম্পত্তি দখল ও জুলাই মাসে মদনপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে পাঠানো হবে।