শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
ওমর,বিভাগীয় ব্যুরো চীফ সিলেটঃ রবিবার ৯ই ফেব্রুয়ারি আনুমানিক ৪:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ফকির মোড়া বিওপির বিশেষ টহল দল কর্তৃক তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে সীমান্ত পিলার ২০২৩/এমপি হইতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মালদা পাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ী- ২,০২১ পিস এবং উন্নতমানের থ্রি-পিস- ৩৬৬ পিস আটক করে। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য প্রায় ২ কোটি ৮১ লক্ষ ৯৮ হাজার ৫ শত টাকা। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি(অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।