জাবিতে এক ‘নারী পকেটমার’ আটক
- Update Time : 11:59:11 am, Monday, 10 February 2025
- / 169 Time View
নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ ভর্তি পরীক্ষা চলাকালে এক নারী পকেটমারকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে হাতেনাতে তাকে আটক করা হয়।
আটক ওই নারীর নাম মাসু আক্তার (৪০)। তার গ্রামের বাড়ি বরিশালের পাথরঘাটা উপজেলায়। তিনি সাভারের নিউ মার্কেট এলাকায় থাকেন বলে জানান। পরে ওই নারী জিজ্ঞাসাবাদ মোবাইল চুরির কথা স্বীকার করেন।
বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ইশরাতুন জাহান হীরা বলেন, আমি সমাজবিজ্ঞান অনুষদ থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। ওই মহিলা আমার পেছনে আসছিলেন। হঠাৎ আমার ব্যাগটা হালকা অনুভব করি এবং ব্যাগের চেইন খোলা পাই। সঙ্গে সঙ্গে ব্যাগে দেখি মোবাইল নেই। তখনই আমার পেছনে থাকা মহিলাকে সামনে যেতে দেখি। তাকে সন্দেহ হলে আটক করি ও তার কাছ থেকে আমার ফোনটি উদ্ধার করি। পরে আরো দুটি ফোন উদ্ধার করা হয় বলে জেনেছি।
আটক করার পর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় ওই নারীকে তল্লাশি করলে তার ব্যাগ থেকে দুটি স্মার্ট ফোন পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং সেখানে দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একজন নারীর দ্বারা এ ধরনের ঘটনা কোনো ভাবেই কাম্য নয়।
এসময় দায়িত্বরত উপ-পরিদর্শক মো. মামুন অভিযুক্ত নারী ও ভুক্তভোগী শিক্ষার্থীর তথ্য নেন এবং আটককৃত নারীকে থানায় নিয়ে যান।
















