Dhaka 1:38 pm, Monday, 29 December 2025

লঞ্চে নয়, বিমানে চড়ে বরিশাল যাচ্ছে বিপিএল ট্রফি

Reporter Name
  • Update Time : 09:02:36 am, Sunday, 9 February 2025
  • / 157 Time View
৩৩

ক্রীড়া ডেস্কঃ চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। এরপর শোন যাচ্ছিলো, লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

ফাইনাল জেতার পর এক দিন বিশ্রাম নিয়েই আজ বরিশালে শিরোপা নিয়ে সফরে যাচ্ছে ফরচুন বরিশাল। দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে ভক্তদের সঙ্গে তামিম-মুশফিকরা করবেন উদযাপন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হওয়া বিপিএলের ফাইনালের গ্যালারিতে দাপট ছিল ফরচুন বরিশালের ভক্তদের। তারা নিশ্চিতই ছিলেন যে, এবারও শিরোপা উঠতে যাচ্ছে তাদের হাতেই। এ সময় তামিম-মুশফিকদের সমর্থন জানাতে অনেকে নানান রকম ব্যানারের পাশাপাশি নিয়ে এসেছিল বরিশালের প্রতীকী লঞ্চও। তাদের প্রত্যাশা ছিল শিরোপা নিয়ে খেলোয়াড়রা লঞ্চে করেই বরিশাল যাবে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে। যদিও নানান কারণে সেটা সম্ভব হচ্ছে না। বরিশালে চ্যাম্পিয়ন দল ও শিরোপা যাবে বিমানে চড়ে।

এ নিয়ে ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে আমরা ঢাকা থেকে বরিশাল যাব দুপুরে, খাবার খাব। এরপর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। ঐখানে ব্যান্ড সংগীতও হতে পারে এবং তামিম ভাই দলের সিনিয়র খেলোয়াড়রা সঙ্গে শান্তরাও কিছু বক্তব্য রাখতে পারেন, ফটোসেশন হবে। তারপর আমরা ঢাকায় ফিরে আসবে। দুপুর ২টা থেকে ৫টা। আমি ২টার আগেই বরিশালে পৌঁছে যাব।’

এদিকে টুর্নামেন্টের টানা দ্বিতীয় ফাইনাল জেতায় ফরচুন বরিশালের পক্ষ থেকে বোনাস পাবে দলের সবাই যদিও পরিমাণ জানা যায়নি। তবে তার আগে অধিনায়ক তামিম ইকবালের উদ্যোগে সবাই পেয়েছেন একটি করে নতুন মডেলের আইফোন। এ নিয়ে বরিশালের কর্ণধার বলেন, ‘খেলোয়াড়দের বোনাসের বিষয়টা আমরা গোপন রাখতে চাই। কিন্তু সবাই আইফোন পেয়েছেন তামিম ভাই ম্যানেজ করেছেন।’

গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ায় গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। তবে এবার বিপিএল শিরোপা জেতার পর থেকেই আসন্ন জিএসএল-এ অংশ নেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ফরচুন বরিশাল।

এ নিয়ে তিনি বলেন, ‘জিএসএল নিয়ে আমাদের আলোচনা হয়েছে। গতকালকে (শুক্রবার শিরোপা জেতার পর) মায়ার্স, মালান, জিমি নিশামের সঙ্গে কথা বলেছি। সবাই খেলার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আর দেশের যারা আছে তাদের কোনো আন্তর্জাতিক খেলা না থাকলে সবাই খেলবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লঞ্চে নয়, বিমানে চড়ে বরিশাল যাচ্ছে বিপিএল ট্রফি

Update Time : 09:02:36 am, Sunday, 9 February 2025
৩৩

ক্রীড়া ডেস্কঃ চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। এরপর শোন যাচ্ছিলো, লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

ফাইনাল জেতার পর এক দিন বিশ্রাম নিয়েই আজ বরিশালে শিরোপা নিয়ে সফরে যাচ্ছে ফরচুন বরিশাল। দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে ভক্তদের সঙ্গে তামিম-মুশফিকরা করবেন উদযাপন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হওয়া বিপিএলের ফাইনালের গ্যালারিতে দাপট ছিল ফরচুন বরিশালের ভক্তদের। তারা নিশ্চিতই ছিলেন যে, এবারও শিরোপা উঠতে যাচ্ছে তাদের হাতেই। এ সময় তামিম-মুশফিকদের সমর্থন জানাতে অনেকে নানান রকম ব্যানারের পাশাপাশি নিয়ে এসেছিল বরিশালের প্রতীকী লঞ্চও। তাদের প্রত্যাশা ছিল শিরোপা নিয়ে খেলোয়াড়রা লঞ্চে করেই বরিশাল যাবে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে। যদিও নানান কারণে সেটা সম্ভব হচ্ছে না। বরিশালে চ্যাম্পিয়ন দল ও শিরোপা যাবে বিমানে চড়ে।

এ নিয়ে ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে আমরা ঢাকা থেকে বরিশাল যাব দুপুরে, খাবার খাব। এরপর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। ঐখানে ব্যান্ড সংগীতও হতে পারে এবং তামিম ভাই দলের সিনিয়র খেলোয়াড়রা সঙ্গে শান্তরাও কিছু বক্তব্য রাখতে পারেন, ফটোসেশন হবে। তারপর আমরা ঢাকায় ফিরে আসবে। দুপুর ২টা থেকে ৫টা। আমি ২টার আগেই বরিশালে পৌঁছে যাব।’

এদিকে টুর্নামেন্টের টানা দ্বিতীয় ফাইনাল জেতায় ফরচুন বরিশালের পক্ষ থেকে বোনাস পাবে দলের সবাই যদিও পরিমাণ জানা যায়নি। তবে তার আগে অধিনায়ক তামিম ইকবালের উদ্যোগে সবাই পেয়েছেন একটি করে নতুন মডেলের আইফোন। এ নিয়ে বরিশালের কর্ণধার বলেন, ‘খেলোয়াড়দের বোনাসের বিষয়টা আমরা গোপন রাখতে চাই। কিন্তু সবাই আইফোন পেয়েছেন তামিম ভাই ম্যানেজ করেছেন।’

গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ায় গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। তবে এবার বিপিএল শিরোপা জেতার পর থেকেই আসন্ন জিএসএল-এ অংশ নেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ফরচুন বরিশাল।

এ নিয়ে তিনি বলেন, ‘জিএসএল নিয়ে আমাদের আলোচনা হয়েছে। গতকালকে (শুক্রবার শিরোপা জেতার পর) মায়ার্স, মালান, জিমি নিশামের সঙ্গে কথা বলেছি। সবাই খেলার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আর দেশের যারা আছে তাদের কোনো আন্তর্জাতিক খেলা না থাকলে সবাই খেলবেন।