Dhaka 10:43 pm, Monday, 24 November 2025

ড. ইউনূস সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে: শামসুজ্জামান দুদু

  • Reporter Name
  • Update Time : 10:26:02 am, Saturday, 8 February 2025
  • 122 Time View

অগ্নিশিখা প্রতিবেদকঃ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনো আস্থা রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি গোষ্ঠীপরিকল্পিতভাবেই দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। কিন্তু দুঃখজনকভাবে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল, কিন্তু সেটিও পাওয়া যায়নি।’

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদী শাসনে যেভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?’

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ভোটের দিনক্ষণ ঠিক করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে সেই অধিকার আদায় করতে হয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আরেকটি লড়াই অনিবার্য হয়ে উঠতে পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

ড. ইউনূস সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে: শামসুজ্জামান দুদু

Update Time : 10:26:02 am, Saturday, 8 February 2025

অগ্নিশিখা প্রতিবেদকঃ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনো আস্থা রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি গোষ্ঠীপরিকল্পিতভাবেই দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। কিন্তু দুঃখজনকভাবে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল, কিন্তু সেটিও পাওয়া যায়নি।’

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদী শাসনে যেভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?’

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ভোটের দিনক্ষণ ঠিক করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে সেই অধিকার আদায় করতে হয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আরেকটি লড়াই অনিবার্য হয়ে উঠতে পারে।’