মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ :
কুমুদিনী বাগানের বিদ্যুৎ চোর থেকে গ্যাস চোর সেচ্ছাসেবক দলের নেতা মাউরা দুলাল নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা

নারী ফুটবলারদের জন্য মনোবিদের শরণাপন্ন বাফুফে

ক্রীড়া ডেস্কঃ নারী দলের কোচ পিটার বাটলার বয়কট ইস্যুতে বাফুফের বিশেষ কমিটি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোচ ও ১৮ জন খেলোয়াড়ের মধ্যে চাপান উতোর চলছে। তাতে মানাসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী দলের সদস্যরা। কেউ কেউ তো মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া কিংবা ডিফেন্ডার মাসুরা পারভীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তুলেও ধরেছেন।

গতকালই মনোবিদ কাজ শুরু করেছেন বলে জানা গেছে। ফেসবুকে লেখা সুমাইয়ার কথাগুলো পড়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তখনই মনোবিদ ডেকে আনার উদ্যোগ নেয় বাফুফে। মেয়েরা যেন কোনো কিছুতে ভেঙে না পড়ে। তারা নিজেদেরকে গুছিয়ে রাখতে পারে, মানিসকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি বাফুফের ভাবনায় রয়েছে।

খেলোয়াড়দের ক্যাম্পে সবাই মানসিক ভাবে শক্তিশালী থাকবে, এমন চিন্তা-ভাবনা থেকেই মনোবিদ আনা হয়েছে। এরই মধ্যে সুমাইয়াসহ একাধিক ফুটবলারের সঙ্গে বসে কাউন্সেলিংয়ের কাজ শুরু করেছেন একজন মনোবিদ।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com