Dhaka 5:28 pm, Sunday, 23 November 2025

মাদারীপুর রাজৈরের লিবিয়ার মাফিয়া দালাল তানিয়া গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 06:46:44 am, Wednesday, 5 February 2025
  • 119 Time View

মোঃ বিল্লাল হোসাইসঃ মাদারীপুর জেলার রাজৈরের লিবিয়ার মাফিয়া দালাল তানিয়া বেগম (৩৩) কে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।

গত সোমবার(৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৫ টা ২৫ মিনিটে তাকে রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি জলিল শেখের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।সোমবার আদালতে মাফিয়া তানিয়াকে প্রেরণ করা হলে, মহামান্য বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পেরন করে।লিবিয়ার মাফিয়া তানিয়া, রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি গ্রামের লালচাঁন মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, মাফিয়া তানিয়া স্বামী- লালচান মাতুব্বর সে দীর্ঘদিন লিবিয়া অবস্থান করে বন্দীশালা বানায়।ইতালি নেয়ার কথা বলে লিবিয়া আটকে নির্যাতন চালিয়ে পরিবারের কাজ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মাফিয়া তানিয়া বাহিনী।

রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি বাদী মরিয়ম বেগমের ছেলে নূর আমিন খালাসী (২৮) ইতালি নিয়ে যাওয়ার কথা বলে মাফিয়া তানিয়াসহ তার স্বামী লালচান মাতুব্বর ১৮ লাখ টাকায় ইতালি নেওয়ার প্রস্তাব করে।তাদের কথামত বাদী মরিয়ম বেগম প্রথমে ১০ লাখ টাকা ও পাসপোর্ট জমা দেয়,গত ০৫/৬/২০২৩ ইং তারিখে। ইতালির স্পনসার ভিসা হওয়ার পরে বাদবাকি ৮ লাখ টাকা নিবে বলে চুক্তি হয় সাক্ষীদের সম্মুখে।

দৈনিক অগ্নিশিখার প্রতিবেদককে বলেন,গত ০৬/৭/২০২৩ইং তারিকে বাদির ছেলে নুর আমিন খালাসী কে ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যায়। ১০/৭/২০২৩ইং তারিখে আমার ছেলে নুর আমিন খালাসী ফোন দেয় মা আমাকে ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়া আইছে।

আমি ২ নং আসামী তানিয়ার বাড়িতে যাই,সে আমাকে বলে আপনার ছেলে ১ মাসের ভিতরে ইতালি পৌঁছাইয়া দিব।কিছুদিন পরে মাফিয়া তানিয়া বাহিনীর লোক জন টাকার জন্য চাপ দেয়,এবং বিভিন্নরকম ভয়-ভীতি দেখায়,পরে আরো ১২ লাখ ৫০ হাজার টাকা দিতে হইবে, আমি কোন উপায় না পাইয়া, মাফিয়া তানিয়ার কথা মতো, তার দেওয়া এক টি ব্যাংক একাউন্ট নাম্বার নং-১৯০০২০১৭৭৩২১৮ ভাঙ্গা থানাধীন কালা মৃধা জনতা ব্যাংক হইতে, বিগত ১৭/০৭/২০২৩ইং তারিখে ৮ লাখ টাকা পাঠাইয়া দেই। এবং হিসাব নং ১৯০০২০১৭৭৩২১৮, বিগত ১৯/৭/২০২৪ ইং তারিখে ভাঙ্গা থানাধীন কালা মৃধা জনতা ব্যাংকে ৪ লাখ ৪০ হাজার পাঠাইয়া দেই। পরবর্তীতে মাফিয়া তানিয়া বাহিনীর লোকজন আমার ছেলে কে হত্যা করিয়া ফেলিবে বলে, উক্ত মাফিয়ার দালাল’রা আমার ছেলের নির্যাতনের ছবি ও ভিডিও আমাকে পাঠায় আমার মোবাইল ফোনে। ছেলেকে বাঁচানোর জন্য উপায় অন্তর না পাইয়া, নিজের বসত ভিটার জমি বিক্রি করিয়া মাফিয়া তানিয়ার দেওয়া অন্য একটি একাউন্ট নাম্বার নং ২০৫০৮১৭০২০০০৭৫৯০৬ নাম্বারে গত ২৪/১/২০২৪ ইং তারিখে ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠাইয়া দেই।

এর পরেও আমার ছেলের উপরে অমানুষিক নির্যাতন চালায়,মাফিয়া তানিয়া বাহিনীর লোক জন আমার বাড়িতে এসে, আমাকে নানা মুখি হুমকি ধমকি দিয়ে ৯ লাখ টাকা নিয়ে যায়। আমার ছেলে কে বাঁচানোর জন্য ৩৪ লাখ ৯০ হাজার টাকা দিয়ে রক্ষা পায়নি মাফিয়া তানিয়া বাহিনীর লোকজনের হাত থেকে। এর পর থেকে আমার ছেলের কোন খোঁজখবর নাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

মাদারীপুর রাজৈরের লিবিয়ার মাফিয়া দালাল তানিয়া গ্রেফতার

Update Time : 06:46:44 am, Wednesday, 5 February 2025

মোঃ বিল্লাল হোসাইসঃ মাদারীপুর জেলার রাজৈরের লিবিয়ার মাফিয়া দালাল তানিয়া বেগম (৩৩) কে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।

গত সোমবার(৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৫ টা ২৫ মিনিটে তাকে রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি জলিল শেখের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।সোমবার আদালতে মাফিয়া তানিয়াকে প্রেরণ করা হলে, মহামান্য বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পেরন করে।লিবিয়ার মাফিয়া তানিয়া, রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি গ্রামের লালচাঁন মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, মাফিয়া তানিয়া স্বামী- লালচান মাতুব্বর সে দীর্ঘদিন লিবিয়া অবস্থান করে বন্দীশালা বানায়।ইতালি নেয়ার কথা বলে লিবিয়া আটকে নির্যাতন চালিয়ে পরিবারের কাজ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মাফিয়া তানিয়া বাহিনী।

রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি বাদী মরিয়ম বেগমের ছেলে নূর আমিন খালাসী (২৮) ইতালি নিয়ে যাওয়ার কথা বলে মাফিয়া তানিয়াসহ তার স্বামী লালচান মাতুব্বর ১৮ লাখ টাকায় ইতালি নেওয়ার প্রস্তাব করে।তাদের কথামত বাদী মরিয়ম বেগম প্রথমে ১০ লাখ টাকা ও পাসপোর্ট জমা দেয়,গত ০৫/৬/২০২৩ ইং তারিখে। ইতালির স্পনসার ভিসা হওয়ার পরে বাদবাকি ৮ লাখ টাকা নিবে বলে চুক্তি হয় সাক্ষীদের সম্মুখে।

দৈনিক অগ্নিশিখার প্রতিবেদককে বলেন,গত ০৬/৭/২০২৩ইং তারিকে বাদির ছেলে নুর আমিন খালাসী কে ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যায়। ১০/৭/২০২৩ইং তারিখে আমার ছেলে নুর আমিন খালাসী ফোন দেয় মা আমাকে ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়া আইছে।

আমি ২ নং আসামী তানিয়ার বাড়িতে যাই,সে আমাকে বলে আপনার ছেলে ১ মাসের ভিতরে ইতালি পৌঁছাইয়া দিব।কিছুদিন পরে মাফিয়া তানিয়া বাহিনীর লোক জন টাকার জন্য চাপ দেয়,এবং বিভিন্নরকম ভয়-ভীতি দেখায়,পরে আরো ১২ লাখ ৫০ হাজার টাকা দিতে হইবে, আমি কোন উপায় না পাইয়া, মাফিয়া তানিয়ার কথা মতো, তার দেওয়া এক টি ব্যাংক একাউন্ট নাম্বার নং-১৯০০২০১৭৭৩২১৮ ভাঙ্গা থানাধীন কালা মৃধা জনতা ব্যাংক হইতে, বিগত ১৭/০৭/২০২৩ইং তারিখে ৮ লাখ টাকা পাঠাইয়া দেই। এবং হিসাব নং ১৯০০২০১৭৭৩২১৮, বিগত ১৯/৭/২০২৪ ইং তারিখে ভাঙ্গা থানাধীন কালা মৃধা জনতা ব্যাংকে ৪ লাখ ৪০ হাজার পাঠাইয়া দেই। পরবর্তীতে মাফিয়া তানিয়া বাহিনীর লোকজন আমার ছেলে কে হত্যা করিয়া ফেলিবে বলে, উক্ত মাফিয়ার দালাল’রা আমার ছেলের নির্যাতনের ছবি ও ভিডিও আমাকে পাঠায় আমার মোবাইল ফোনে। ছেলেকে বাঁচানোর জন্য উপায় অন্তর না পাইয়া, নিজের বসত ভিটার জমি বিক্রি করিয়া মাফিয়া তানিয়ার দেওয়া অন্য একটি একাউন্ট নাম্বার নং ২০৫০৮১৭০২০০০৭৫৯০৬ নাম্বারে গত ২৪/১/২০২৪ ইং তারিখে ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠাইয়া দেই।

এর পরেও আমার ছেলের উপরে অমানুষিক নির্যাতন চালায়,মাফিয়া তানিয়া বাহিনীর লোক জন আমার বাড়িতে এসে, আমাকে নানা মুখি হুমকি ধমকি দিয়ে ৯ লাখ টাকা নিয়ে যায়। আমার ছেলে কে বাঁচানোর জন্য ৩৪ লাখ ৯০ হাজার টাকা দিয়ে রক্ষা পায়নি মাফিয়া তানিয়া বাহিনীর লোকজনের হাত থেকে। এর পর থেকে আমার ছেলের কোন খোঁজখবর নাই।