Dhaka 3:31 pm, Sunday, 23 November 2025

পুলিশের অভিযানে মাদক সম্রাজ্ঞী সুমি আক্তার সহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • Update Time : 08:05:46 am, Saturday, 1 February 2025
  • 147 Time View

বিপ্লব হোসেন ফারুক,গাজীপুরঃ গাজীপুর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় গতকাল ৩১শে জানুয়ারি ১০:৩০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সম্রাজ্ঞী সুমি আক্তার সহ ৪ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশের একটি দল , সূত্র প্রকাশ জিরানী বাজার এলাকায় সাথী গার্মেন্টস এর দক্ষিন পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কাঁচা বাজারের সামনে ফাঁকা জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করাকালে মোসাঃ সুমি আক্তার(২৬), পিতা-মৃত আব্দুল আলী, মাতা-মোসাঃ বিলকিছ বেগম, স্বামী-মোঃ গোলাপ হোসেন, সাং-ঢালিবাড়ী নামাপাড়া (আমজাদের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, ঢাকা, (ভাসমান), মোসাঃ নাজমা বেগম(৫০), পিতা-মৃত আফছার প্রধান, মাতা-মৃত লালবিবি, স্বামী-মোঃ মোস্তফা, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া মুসলিমটেক (ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), মোসাঃ সেতারা বেগম(৩৫), পিতা-মৃত শাহানুর ফকির, মাতা-মোসাঃ হালিমা বেগম, স্বামী-মোঃ আঃ হালিম, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া সাথি ফ্যাশন সংলগ্ন, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), মোসাঃ মরিয়ম বেগম(২৮), পিতা-মৃত গফ্ফার বেপারী মোস্তফা, মাতা-মোসাঃ নাজমা বেগম, স্বামী-মোঃ শফিজল হক শফিক, সাং-বিষ্ণুপুর, থানা-সাদ্যুল্লাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-মুসলিমপাড়া সর্বটেক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান) দের ১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত ২৭৮৩০/- টাকা এবং ৪ টি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তাহাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে কাশিমপুর থানা মামলা নং ১- তারিখ ১/২৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিবর্গেরা জানিয়েছেন উল্লেখিত এলাকাটির আশপাশে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে ছোট ছোট আস্তানা গেড়ে মাদক ক্রয় বিক্রয়ের বিশাল নেটওয়ার্ক চালু করায় বর্তমানে মাদক আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা, এর সাথে জড়িত একশ্রেণীর বড় বড় রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে সর্বক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে পৃষ্ঠপোষকতা জুগিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের লক্ষ্যে সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

পুলিশের অভিযানে মাদক সম্রাজ্ঞী সুমি আক্তার সহ গ্রেপ্তার ৪

Update Time : 08:05:46 am, Saturday, 1 February 2025

বিপ্লব হোসেন ফারুক,গাজীপুরঃ গাজীপুর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় গতকাল ৩১শে জানুয়ারি ১০:৩০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সম্রাজ্ঞী সুমি আক্তার সহ ৪ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশের একটি দল , সূত্র প্রকাশ জিরানী বাজার এলাকায় সাথী গার্মেন্টস এর দক্ষিন পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কাঁচা বাজারের সামনে ফাঁকা জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করাকালে মোসাঃ সুমি আক্তার(২৬), পিতা-মৃত আব্দুল আলী, মাতা-মোসাঃ বিলকিছ বেগম, স্বামী-মোঃ গোলাপ হোসেন, সাং-ঢালিবাড়ী নামাপাড়া (আমজাদের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, ঢাকা, (ভাসমান), মোসাঃ নাজমা বেগম(৫০), পিতা-মৃত আফছার প্রধান, মাতা-মৃত লালবিবি, স্বামী-মোঃ মোস্তফা, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া মুসলিমটেক (ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), মোসাঃ সেতারা বেগম(৩৫), পিতা-মৃত শাহানুর ফকির, মাতা-মোসাঃ হালিমা বেগম, স্বামী-মোঃ আঃ হালিম, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া সাথি ফ্যাশন সংলগ্ন, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), মোসাঃ মরিয়ম বেগম(২৮), পিতা-মৃত গফ্ফার বেপারী মোস্তফা, মাতা-মোসাঃ নাজমা বেগম, স্বামী-মোঃ শফিজল হক শফিক, সাং-বিষ্ণুপুর, থানা-সাদ্যুল্লাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-মুসলিমপাড়া সর্বটেক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান) দের ১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত ২৭৮৩০/- টাকা এবং ৪ টি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তাহাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে কাশিমপুর থানা মামলা নং ১- তারিখ ১/২৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিবর্গেরা জানিয়েছেন উল্লেখিত এলাকাটির আশপাশে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে ছোট ছোট আস্তানা গেড়ে মাদক ক্রয় বিক্রয়ের বিশাল নেটওয়ার্ক চালু করায় বর্তমানে মাদক আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা, এর সাথে জড়িত একশ্রেণীর বড় বড় রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে সর্বক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে পৃষ্ঠপোষকতা জুগিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের লক্ষ্যে সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।