শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ট্রাফিকের দায়ত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘষে উভপক্ষের কমপক্ষে ২০ জন আহত     নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

আওয়ামীলীগরে দোসর মাকসুদ ও শুভকান্ডে অতিষ্ঠ বন্দরবাসী

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের রাজাকারপুত্র মাকসুদ ও দৌহিত্র শুভর ঘৃন্য কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদের পুত্র কিলার শুভ বিগত ১৫ বছর ধরে অত্র ইউনিয়নে ব্যবসায়ীদের জিম্মি করে আধিপত্য বিস্তার করে আসছে। পুলিশ হত্যা মামলার আসামী শুভ কোন-কোন ক্ষেত্রে মিনিষ্টারি ষ্টাইলে সন্ত্রাসী কায়দায় হুন্ডা বাহিনী নিয়ে ভীতি প্রদর্শণ ও থানা পুলিশ তার পকেটে বলে হুমকি ও দিতেন স্থানীয় ব্যবসায়ী – সাধারণ এলাকাবাসীদের।

বন্দরের অনেকেই একবাক্যেই ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত আওয়ামীলীগ শাসনামলের পুরোটা সময় মাকসুদ ও তার পুত্র শুভ পৃথক পৃথক বাহিনী দিয়ে অনেকের ব্যবসা বন্ধ করে দেন এবং মোটা অংকের চাঁদাবাজির রামরাজত্ব চালায়। অনেককেই পরিত্যাক্ত পেপার মিলের ভিতরের টর্চার সেলে আটকে রেখে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে চালাতো সকল ধরণের অপরাধ।

এছাড়া ও মুসাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে জানা যায় মাকসুদ পুত্র শুভ’র অত্যাচারে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সকলেই অতিষ্ঠ।
হরিবাড়ির একজন প্রবীন তার নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, শুভ তার হুন্ডা বাহিনী নিয়ে দিনরাত মহড়া দিয়ে এলাকাবাসীকে আতঙ্কে রাখে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে দিয়ে নিজেকে স্বঘোষিত গডফাদার দাবি করতেন।

মাকসুদ ও শুভ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী জানান, বিগত আওয়ামীলীগের ১৫ বছর শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমান, চন্দন শীলসহ ওসমান লীগের অপরাধী চক্রের সকলকে ম্যানেজ করে মাকসুদ ও তার সন্ত্রাসী পুত্রের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ ছিলাম। বর্তমানে স্বৈরাচারী আওয়ামীলীগ থেকে মুক্তি পেলেও এখন এই মাকসুদ ও তার পুত্র শুভ নিজেদের রাজাকার পরিবারের তকমা দিয়ে সেই অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতে বিএনপি ও জামায়াত নেতাদের নাম ব্যবহার করে সক্রিয় রেখেছে অপরাধ কর্মকান্ড।

মাকসুদ ও তার পুত্র শুভ বাহিনীর অত্যাচার থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছে এলাকার ভুক্তভোগী অনেকেই। সমাজের চিহ্নিত এই অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আনা হলে দ্রুত স্বস্তি ফিরে আসবে সাধারণ মানুষের মাঝে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com