Dhaka 9:02 pm, Wednesday, 31 December 2025

মুক্তিযুদ্ধকে ছোট করার প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে: রিজভী

Reporter Name
  • Update Time : 07:18:01 am, Thursday, 30 January 2025
  • / 153 Time View
৩১

অগ্নিশিখা প্রতিবেদকঃ ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এর এক প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। এটি ছোট করার যে কোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে। ৫ আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা মানুষ মেনে নেবে না। মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসর ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।’

সরকারের শাসনব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে রিজভী বলেন, ‘গত দেড় দশকে শেখ হাসিনা ও তার পরিবার গোষ্ঠীতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। তিনি এখন পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন, আর যারা কারাগারে আছেন, তাদের মধ্যে একজন দরবেশের ভূমিকা পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের শাসন ব্যবস্থা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। এটি মূলত গোষ্ঠীতন্ত্র ও জমিদারতন্ত্রের এক নিকৃষ্ট উদাহরণ।’

ভবিষ্যতের জন্য রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এমন সংস্কার আনতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। তবে সংস্কার প্রক্রিয়াকে অযথা দীর্ঘায়িত করা উচিত নয়।’

রিজভীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়, মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার দলের প্রতিশ্রুতি রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা জাতীয় ঐক্যকে বিভক্ত করতে পারে বলে তিনি সতর্ক করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুক্তিযুদ্ধকে ছোট করার প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে: রিজভী

Update Time : 07:18:01 am, Thursday, 30 January 2025
৩১

অগ্নিশিখা প্রতিবেদকঃ ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এর এক প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। এটি ছোট করার যে কোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে। ৫ আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা মানুষ মেনে নেবে না। মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসর ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।’

সরকারের শাসনব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে রিজভী বলেন, ‘গত দেড় দশকে শেখ হাসিনা ও তার পরিবার গোষ্ঠীতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। তিনি এখন পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন, আর যারা কারাগারে আছেন, তাদের মধ্যে একজন দরবেশের ভূমিকা পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের শাসন ব্যবস্থা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। এটি মূলত গোষ্ঠীতন্ত্র ও জমিদারতন্ত্রের এক নিকৃষ্ট উদাহরণ।’

ভবিষ্যতের জন্য রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এমন সংস্কার আনতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। তবে সংস্কার প্রক্রিয়াকে অযথা দীর্ঘায়িত করা উচিত নয়।’

রিজভীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়, মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার দলের প্রতিশ্রুতি রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা জাতীয় ঐক্যকে বিভক্ত করতে পারে বলে তিনি সতর্ক করেন।