শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের পরিচয় দেয়া গ্রেপ্তাররা হলেন : আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল, বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা এলাকার আলম মিয়ার পুত্র সোহান মিয়া।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় একদল ভুয়া ডিবি পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। এমন খবরে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফয়সাল, সোহান মিয়া নামে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে ডিবি লেখা পোশাক, তিনটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ উদ্ধার হয়েছে।
ওসি আরও বলেন, আসামীদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।