Dhaka 12:55 am, Tuesday, 16 December 2025

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

Reporter Name
  • Update Time : 08:36:31 am, Saturday, 25 January 2025
  • / 126 Time View
২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে শুক্রবার (২৪ জানুয়ারি) ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। খবর হিন্দুস্তান টাইমসের

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই নারী যে অ্যাপার্টমেন্টে কাজ করতেন, সেখান থেকে এক কিলোমিটার দূরে ওই নারীর মরদেহ পাওয়া যায়। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে। স্থানীয়রা শুক্রবার সকালে লেকের একটি নির্জন স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পথে আক্রান্ত হন নাজমা।

আরও জানিয়েছে, নিহত নাজমা তিন সন্তানের জননী। তার স্বামী রামামূর্তি স্থানীয় পৌরসভার একজন পরিচ্ছন্নতাকর্মী।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে, হত্যার আগে ওই নারীকে যৌন নির্যাতন করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো সময়ে ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভিরগো নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, নিহত বাংলাদেশি নারী শহরে পরিবারের সঙ্গে ছয় বছর ধরে বাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র না থাকলেও তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি এখানে এসেছিলেন মেডিকেল ভিসায়। বৃহস্পতিবার ওই নারী তার এক সহকর্মীকে বলেছিলেন তার ব্যক্তিগত কাজ রয়েছে এবং ঘরে ফিরতে দেরি হবে। তিনি সহকর্মীকে একাই চলে যেতে বলেছিলেন। কিন্তু অনেক সময় পরও ঘরে না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, মনে হচ্ছে- তিনি স্বেচ্ছায় ওই নির্জন স্থানে গিয়েছিলেন পূর্ব পরিচিত কারও সাথে দেখা করার জন্য। শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় ভারী কোনো বস্তুর বেশ কয়েকটি আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে, যার এক পর্যায়ে তাকে খুন করা হয়েছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা-বিএনএস ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) ধারায় মামলা করেছি এবং ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।

খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের পূর্ব বিভাগের উপকমিশনার দেবরাজ। ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াডও গেছে সেখানে।

উপপিুলিশ কমিশনার দেবরাজ বলেন, আমরা সকালে ১১২ নম্বরে ফোনে খবর পাই এক নারীর মরদেহ পড়ে আছে কালকেরে লেকের নির্জন স্থানে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস ঘটনা। ঘটনার তদন্ত জোরেশোরে চলছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

Update Time : 08:36:31 am, Saturday, 25 January 2025
২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে শুক্রবার (২৪ জানুয়ারি) ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। খবর হিন্দুস্তান টাইমসের

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই নারী যে অ্যাপার্টমেন্টে কাজ করতেন, সেখান থেকে এক কিলোমিটার দূরে ওই নারীর মরদেহ পাওয়া যায়। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে। স্থানীয়রা শুক্রবার সকালে লেকের একটি নির্জন স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পথে আক্রান্ত হন নাজমা।

আরও জানিয়েছে, নিহত নাজমা তিন সন্তানের জননী। তার স্বামী রামামূর্তি স্থানীয় পৌরসভার একজন পরিচ্ছন্নতাকর্মী।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে, হত্যার আগে ওই নারীকে যৌন নির্যাতন করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো সময়ে ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভিরগো নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, নিহত বাংলাদেশি নারী শহরে পরিবারের সঙ্গে ছয় বছর ধরে বাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র না থাকলেও তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি এখানে এসেছিলেন মেডিকেল ভিসায়। বৃহস্পতিবার ওই নারী তার এক সহকর্মীকে বলেছিলেন তার ব্যক্তিগত কাজ রয়েছে এবং ঘরে ফিরতে দেরি হবে। তিনি সহকর্মীকে একাই চলে যেতে বলেছিলেন। কিন্তু অনেক সময় পরও ঘরে না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, মনে হচ্ছে- তিনি স্বেচ্ছায় ওই নির্জন স্থানে গিয়েছিলেন পূর্ব পরিচিত কারও সাথে দেখা করার জন্য। শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় ভারী কোনো বস্তুর বেশ কয়েকটি আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে, যার এক পর্যায়ে তাকে খুন করা হয়েছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা-বিএনএস ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) ধারায় মামলা করেছি এবং ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।

খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের পূর্ব বিভাগের উপকমিশনার দেবরাজ। ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াডও গেছে সেখানে।

উপপিুলিশ কমিশনার দেবরাজ বলেন, আমরা সকালে ১১২ নম্বরে ফোনে খবর পাই এক নারীর মরদেহ পড়ে আছে কালকেরে লেকের নির্জন স্থানে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস ঘটনা। ঘটনার তদন্ত জোরেশোরে চলছে বলেও জানান তিনি।