শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের বন্দরে নিয়মিত নামাজি শিশুদেরকে পুরুষ্কৃত করে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বেলালিয়া দরবার শরীফ।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রাতে বন্দর থানাধীন মনারবাড়ি এলাকায় বেলালিয়া দরবার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিলের সময় এ পুরুষ্কার শিশুদের হাতে তুলে দেন আয়োজক বেলাল হোসেন নিরব ও প্রধান অতিথি নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি আবদুল্লাহ আল মামুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন বলেন, নামাজ হলো বেহেস্তের চাবী। তাই প্রত্যেকটা মুসলমানগণ পাচ ওয়াক্ত নামাজ আদায় করে মহান আল্লাহপাক কে রাজি খুশি করে বেহেস্তে যাবেন এটাই সত্যি। তেমনি আজকের এই মাহফিলে নামাজি শিশুদেরকে পুরুষ্কৃত করে এই মাহফিলকে আরো মূল্যবান করা হয়েছে । এই রকম উদ্যোগ সচরাচর দেখা যায়না।
এরকম আয়োজন করলে শিশু ঊৎসাহ পাবে এবং দেখাদেখি অন্যান্য শিশুরাও নামাজের দিকে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি । পুরুষ্কার বিতরন শেষে ইসলামী ওয়াজ মাহফিল করেন বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিরা। মাহফিল শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরন করা হয়।