শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Update Time : 09:21:04 am, Thursday, 23 January 2025
- / 328 Time View
অমলেন্দু সরকার,জেলা প্রতিনিধি মাগুরাঃ মাগুরা শ্রীপুর উপজেলার তখলপুর মধ্যপাড়ার তৈনুর বিশ্বাস তার ১১ বছরের শিশু সন্তান ও মরহুম আব্দুল হাই বিশ্বাসের নাতি ছেলে, (জাবির হাসান) নানা বাড়ি উপজেলার কাজলী গ্রামে গিয়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ।
বুধবার ২২ জানুয়ারি সকাল ১০ টার দিকে নানা আব্দুর রশিদ বিশ্বাসের পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে ডুবার পানিতে পড়ে যায়,অতঃপর বাড়িতে খোঁজাখুঁজির পর না পেয়ে তাকে ডুবার পানিতে ভাসতে দেখেন-উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( দারিয়াপুর) আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
জানাগেছে গত বৃহস্পতিবার সন্তানের পিতা তৈনুর বিশ্বাস ও মা রুমা বেগম,সন্তানকে নানা বাড়িতে রেখে ঢাকাই যান ।মরহুম জাবির হাসান ভারসাম্য প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানান ।
বুধবার রাত ৮ টায় তখলপুর গ্ৰামের মধ্যপাড়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে,তার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।






















